- সিলেটের নতুন বিভাগীয় কমিশনার রেজা-উন-নবী
- ১০ দফা দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি
- ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে বললেন তারেক রহমান
- মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করুন : কমরেড রাজেকুজ্জামান রতন
- ভোটাধিকার প্রতিষ্ঠায় মজলুম জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে : এমরান চৌধুরী
- জৈন্তাপুরে ছাত্রদলের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়
- সোনালী প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
- সিলেট জেলা শ্রমিক দলের কর্মী সভা
- সিলেটে কীটনাশকের ব্যবহার কমিয়ে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস পালিত
- জুলাই বিপ্লবে জন্ম নেওয়া ‘টিম অনওয়ার্ড’ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
» ভোটের মাধ্যমে অপপ্রচারকারীদেরকে সমুচিত জবাব দেবেন : কামরান
প্রকাশিত: ২১. জুলাই. ২০১৮ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, সিলেট শান্তির জনপদ। এখানে বসবাসকারী লোকজন শান্তিপ্রিয়। নির্বাচন উপলক্ষে নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটছে না, বিরাজ করছে শান্তিপূর্ণ পরিবেশ। কিন্তু বিভিন্ন অপপ্রচার চালিয়ে কেউ কেউ পরিবেশ ঘোলাটে করতে চাইছেন। বিশেষ করে একজন মেয়র প্রার্থী ও তার পক্ষের কিছু লোক প্রতিনিয়ত মিথ্যাচার করছেন। তবে তাদের এসব ধোকাবাজিতে এ পুণ্যভূমির মানুষ বিভ্রান্ত হবেন না। তারা ৩০ জুলাইয়ের নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে অপপ্রচারকারীদেরকে সমুচিত জবাব দেবেন।
আজ শনিবার (২১ জুলাই) সকালে সিলেট নগরীর করেরপাড়া, পাঠানটুলা, যতরপুর ও সোবহানীঘাট এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ শান্তি, সমৃদ্ধি ও অগ্রযাত্রায় বিশ^াসী উল্লেখ করে মেয়র প্রার্থী কামরান বলেন, আওয়ামী লীগ তথা নৌকা প্রতীকের বিজয় মানে সর্বত্র উন্নয়নের জোয়ার।
তাই আসন্ন নির্বাচনে সবাই মিলে নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নে অংশীদার হোন। সম্পৃক্ত হোন উন্নত ও আধুনিক সিলেট নগরী গড়ার অভিযাত্রায়।
সকাল ১১টায় মেয়র প্রার্থী কামরান করেরপাড়া এলাকায় পৌঁছলে এলাকাবাসীসহ উপস্থিত লোকজন তাকে স্বাগত জানান। এসময় তিনি সবার সাথে কুশল বিনিময় করেন। তিনি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।
এলাকাবাসীও নির্বাচনে তাকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। এসময় নৌকার স্লোগানে পুরো এলাকা মুখোরিত হয়ে ওঠে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- মহানগর শ্রমিকলীগ সভাপতি শাহরিয়ার কবির সেলিম, সদর উপজেলা শ্রমিকলীগ সভাপতি মকবুল হোসেন খান, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সুদিপ দে, মহানগর যুবলীগ নেতা শান্ত দেব, সৈয়দ গুলজার, লিটন পাল, জাহাঙ্গীর হোসেন, গাজী মিয়া, ছিদ্দেক আলী, এহিয়া সুমন, দুলু তালুকদার প্রমুখ।
পরে বদর উদ্দিন আহমদ নগরীর পাঠানটুলা ও লন্ডনি রোড় এলাকায় গণসংযোগ করেন।
এসময় সেখানে উপস্থিত লোকজনের সাথে কুশল বিনিময় করে তিনি আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে সকলের দোয়া চান। উপস্থিত লোকজনও এসময় হাত তুলে তার প্রতি সমর্থন জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন- এডভোকেট মইন উদ্দিন, আব্দুর রাজ্জাক, অধ্যাপক আবু তাহের, শেখ আব্দুল হাসনাত বুলবুল, মাসুদ খান সাজন, আব্দুল ওয়াদুদ, রাশেদ আহমেদ, শফায়েত খান, আব্দুল গফুর প্রমুখ।
বেলা ২টায় মেয়র প্রার্থী কামরান নগরীর সোবহানীঘাট ট্রেড সেন্টারসহ পার্শ্ববর্তী এলাকায় গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন ট্রেড সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি ছালিক মিয়া, সাধারণ সম্পাদক ছাদ মিয়া, সহসভাপতি কয়ছর মিয়া, সহসাধারণ সম্পাদক আলেক মিয়া, হারিছ মিয়া, রাজু মিয়া, আতিক মিয়া, শফিক মিয়া, সাজ্জাদ মিয়া, মাসুক মিয়া, মুজিবুর রহমান, মঞ্জুর হোসেন, বশির মিয়া, যুবলীগ নেতা আব্দুল হাফিজ, ছাত্রলীগ নেতা সামু মিয়া প্রমুখ।
পরে মেয়র প্রার্থী কামরান নগরীর যতরপুর এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি সেখানে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
ফ্রেন্ডস ফুড কর্পোরেশনের উদ্যোগ অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লেবু মিয়া। মো. হোসেন আহমেদ রাফির পরিচালনায় সভায় এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন মফিজ মিয়া, রাতুল দত্ত, অরুন কুমার রায়, মুক্তিযোদ্ধা মামুন উদ্দিন চৌধুরী, কারী আব্দুল মতিন, বেলাল আহমদ, মো. মান্নান মোস্তফা।
সভায় এলাকাবাসীর পক্ষ থেকে বদর উদ্দিন আহমদ কামরানকে নৌকা উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ আবুল হাসনাত, যুগ্ম-সাধারণ সম্পাদক মইনুল হক ইলিয়াছি দিনার, দেলোয়ার হোসেন দিলাল, ছাব্বিরত, ইমন, রাহাত, তারেক, রাহীদ, রাফি, জুনেদ, আরমান, লাভলি, তুলি, তান্নি, মনিষা, লিপি, সাজু প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৮ বার
সর্বশেষ খবর
- সিলেটের নতুন বিভাগীয় কমিশনার রেজা-উন-নবী
- ১০ দফা দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি
- ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে বললেন তারেক রহমান
- মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করুন : কমরেড রাজেকুজ্জামান রতন
- ভোটাধিকার প্রতিষ্ঠায় মজলুম জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে : এমরান চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটের নতুন বিভাগীয় কমিশনার রেজা-উন-নবী
- ১০ দফা দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি
- ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে বললেন তারেক রহমান
- মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করুন : কমরেড রাজেকুজ্জামান রতন
- ভোটাধিকার প্রতিষ্ঠায় মজলুম জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে : এমরান চৌধুরী