শিরোনামঃ-

» নগরীর বিভিন্ন স্থানে নৌকার সমর্থনে জনসভা

প্রকাশিত: ২৪. জুলাই. ২০১৮ | মঙ্গলবার

সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে কেউ নৌকার বিজয় ঠেকাতে পারবে না : বদর উদ্দিন কামরান

স্টাফ রিপোর্টারঃ সিলেট সিটি করপোরেশনের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, সিলেটে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। সন্ত্রাসের পৃষ্ঠপোষকতাকারী ও আশ্রয়দাতাদেরকে আগামী নির্বাচনে পুণ্যভূমি সিলেটের মানুষ ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবেন।

সোমবার (২৩ জুলাই) রাতে সিলেট নগরীর ঘাসিটুলা সহ বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত জনসভায় তিনি এ কথা বলেন।

সভায় কামরান বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য কোন কোন প্রার্থীর পক্ষে সিলেট নগরীতে বাহির থেকে অস্ত্রবাজ সন্ত্রাসী এনে জড়ো করা হচ্ছে। পুলিশ এদেরকে আটক করলে বিএনপি প্রার্থী চিহ্নিত এসব অপরাধীর পক্ষে প্রশাসনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। ওই প্রার্থীর কর্মী-সমর্থকরা গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নৌকার নির্বাচনী কার্যালয়। নগরীর বিভিন্ন স্থানে গভীর রাতে নৌকার পোস্টার খুলে সেখানে ধানের শীষের পোস্টার সাঁটাচ্ছে -যা সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকান্ডকে উৎসাহিত করছে। এসব অন্যায় অবিচারের বিরুদ্ধে শান্তি, উন্নয়ন ও অগ্রযাত্রার পক্ষে আগামী ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচনে নৌকার বিজয় ত্বরান্বিত করার জন্য কামরান সকলের প্রতি অনুরোধ জানান।

নগরীর ঘাসিটুলায় রাতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জালাল উদ্দিন সাবুল।

মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সম্পাদক গোলাম কিবরিয়া মাসুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম-সম্পাদক বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট সৈয়দ শামীম আহমদ, অ্যাডভোকেট রনজিত সরকার, জগলু চৌধুরী, আব্দুল মুকিত, আব্দুল আলী বাবু মিয়া, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রুবা গাজী, সিলেট মহিলা আওয়ামী লীগ নেত্রী ডা. নাজেরা চৌধুরী, হেলেন আহমদ, হাসিনা আক্তার, এডভোকেট আব্বাস উদ্দিন, মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক সেলিম আহমদ সেলিম, যুবলীগ নেতা তজম্মুল ইসলাম তাজুল, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ ইমরুল হাসান, সাবেক ছাত্রনেতা এমদাদ রহমান, আব্দুর রশিদ, যুবলীগ নেতা তারেক আহমদ তাজ, শেখ আক্তার, শেখ সুরুজ আলম, শাহেদ আহমদ, মান্না আহমদ, আব্দুল করিম, নেহজাব আহমদ শফি ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহেল রানা। শুরুতে কোরআন তেলাওয়াত করেন শাহেদ আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৭৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930