শিরোনামঃ-

» নৌকার সর্মথনে সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের গণসংযোগ ও পথসভা সিলেটে নৌকার পক্ষে মানুষ ঐক্যবদ্ধ : ড. এ কে আব্দুল মোমেন

প্রকাশিত: ২৮. জুলাই. ২০১৮ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা মার্কার সমর্থনে নগরীর টিলাগড় পয়েন্টে সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর উদ্যোগে শুক্ররাত (২৭ জুলাই) রাতে গণসংযোগ ও প্রচারণা করা হয়। গণসংযোগ পরে টিলাগড় পয়েন্টে এক নির্বাচিত পথসভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও সদস্য রাজা আহমদ রাজার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ মানুষকে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করা দিয়েছে। নৌকা শান্তির প্রতীক, উন্নয়নের প্রতীক। সিলেট সিটিতে নৌকার পক্ষে মানুষ ঐক্যবদ্ধ। নৌকার পক্ষে গণজোয়াড় সৃষ্টি হয়েছে। তাই সিলেটের উন্নয়ন বজায় রাখতে ৩০ তারিখ নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সৈয়দ সাজিদুল হক, ব্যারিস্টার সুমন, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, ওসমানীনগর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, বাজার কমিটির সম্পাদক ছমর উদ্দিন মানিক, সিলেট জেলা যুবলীগ নেতা বাবলা চৌধুরী, মহানগর যুবলীগ নেতা সুবেদুর রহমান মুন্না, মোহাম্মদ আলমগীর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, ২১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সোহেল আহমদ, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ২১৫৯ এর কার্যকরী সভাপতি আব্দুস সালাম, মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুর রহমান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, ২৪নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নেছার আহমদ, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন টিলাগড় শাখার সভাপতি হাজী সাইদুর রহমান, তামাবিল শাখার সভাপতি লিটন আহমদ, উপশহর শাখার সভাপতি নাসির বেপারী, সম্পাদক এম. অনুর চৌধুরী, হুমায়ূন চত্তর শাখার সভাপতি মানিক মিয়া, সহ-সম্পাদক মিলন আহমদ, হুমায়ূন চত্তর শাখার সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত পাল, শাহপরাণ শাখার সভাপতি মালাই মিয়া, বাউল কালাম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930