শিরোনামঃ-

» ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হোটেল শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও সমাবেশ

প্রকাশিত: ০৭. আগস্ট. ২০১৮ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং ১৯৩৩ এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  সোমবার (৬ আগস্ট) নগরীর সুরমা পয়েন্ট থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সমাপ্ত হয়।

র‌্যালী পূর্বে নগরীর সুরমা মার্কেটস্থ অফিস কার্যালয়ে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজার দরের সাথে সংহতিপূর্ণভাবে ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষনা, হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি কার্যকর, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদান, ৮ ঘন্টা কর্মদিবস, আসন্ন ঈদুল আযহা ও দুর্গাপূজায় সকল হোটেল শ্রমিকদের মাসিক বেতনের সমপরিমাণ উৎসব বোনাস প্রদান, সিলেটে স্থায়ী শ্রম আদালত স্থাপন, ৯০ দিনের ভেতরে শ্রমিকদের দায়েরকৃত মামলা নিষ্পত্তি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। চাল ডাল তেল লবন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের ও দফায় দফায় গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান বক্তারা।

সভায় বক্তারা আরো বলেন, নগরীর কোর্ট পয়েন্টে আমাদের পূর্ব নির্ধাতির সমাবেশের স্থান ছিল। কিন্তু প্রশাসনের অনুরোধে চলমান পরিবহণ শ্রমিক ও ছাত্রদের আন্দোলনের কারনে কোর্ট পয়েন্টে সমাবেশ করা যাবেনা বলে আমাদেরকে জানান। তাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা সংক্ষিপ্ত আকারে একটি র‌্যালী বের করি।

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং ১৯৩৩ এর সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিক নেতা সুরুজ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জয়দীপ দাস চম্পু।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইমান আলী, শাহপরাণ থানা কমিটির সভাপতি মো. দুলাল মিয়া, তালতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, স’মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সুজন মিয়া, মালনীছড়া রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মহাত্ম কুর্মি প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৩ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30