শিরোনামঃ-

» জাতিসংঘের ইয়ূথ সাব কমিটির মেম্বার নির্বাচিত হয়েছেন জুয়েল মিয়া

প্রকাশিত: ১৯. আগস্ট. ২০১৮ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ জাতিসংঘের ১৯৩ সদস্য দেশ সমূহ থেকে হাজার হাজার ই্য়ূথ লিডারদের মধ্য থেকে প্রতি বছর ৩৩ জন ইয়ূথ সাব কমিটির মেম্বার নির্বাচিত করা হয়। তার মধ্যে সিলেটের গর্ব বাংলাদেশী আমেরিকান জুয়েল মিয়া তাদের মধ্যে একজন।

তিনি আগস্টের ২২ তারিখ থেকে জাতিসংঘের সকল কার্যক্রমে দায়িত্ব গ্রহন করবেন। তিনি এখান থেকে জাতিসংঘের ৭৩তম সাধারন অধিবেশন পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করবেন।

এসময় জাতিসংঘের উচ্চ পদস্ত কর্মকর্তা এবং জাতিসংঘের মহাসচিব এন্তনিয় গোটরেছ-এর সাথে সাক্ষাত করে বিশ্বের বিভিন্ন দেশের ইয়ূথদের কার্যক্রম তুলে ধরবেন। অধিবেশন চলাকালে তিনি বিভিন্ন দেশের ইয়ূথ ফোরামে যোগ দিবেন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে মতবিনিময় করবেন এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ড ডোনাল স্ট্রাম্পের সাথে সৌজনে সাক্ষাতে মিলিত হবেন।

সাক্ষাতে মিলিত হওয়ার পর তিনি আমেরিকান ইয়ূথ ও বিশ্বের ইয়ূথদের কার্যক্রম তুলে ধরবেন। তিনি একমাত্র বাংলাদেশী আমেরিকান র্দীঘ ৪ বছর ধরে জাতিসংঘের বিভিন্ন ডিপার্টমেন্টে তার মেধাশক্তি দিয়ে যন্ত্র সহকারে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং ভবিষতে যেন তিনি তার দায়িত্ব পালন করে সিলেট তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারেন সেইজন্য তিনি সিলেটবাসীর কাজে দোয়া কামনা করেন এবং সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার অমিতা মোল্লা বাড়ির হাজী দুদা মিয়ার পুত্র জুয়েল মিয়া। তিনি বর্তমানে স্ট্যাইট ইউনিভারসিটি অব নিউয়র্ক-এ অধ্যায়নরত আছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬০ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30