শিরোনামঃ-

» প্রধানমন্ত্রী সাংবাদিকদের মতপ্রকাশের যে স্বাধীনতা দিয়েছেন বিশ্বের ইতিহাসে নজিরবিহীন : এড. মিছবাহ উদ্দিন সিরাজ

প্রকাশিত: ২৭. আগস্ট. ২০১৮ | সোমবার

সিলেট বাংলা নিউজ ডেস্ক রিপোটঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, তথ্য প্রযুক্তির যুগে অনলাইন মিডিয়া সারা বিশ্বেকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে।

আজ সংবাদপত্র ছাড়া মানুষের জীবনই অচল, সংবাদপত্র হচ্ছে জাতির দর্পন এবং সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতির কল্যাণে বিশেষ ভূমিকা রাখছে।

জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন সাংবাদিক বান্ধব তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সংবাদপত্র ও সাংবাদিকদের কল্যাণে আন্তরিক, প্রধানমন্ত্রী সাংবাদিকদের মতপ্রকাশের যে স্বাধীনতা দিয়েছেন বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কিছু সাংবাদিক অতি উৎসাহী হয়ে ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ পরিবেশন করে মানুষের ক্যারিয়ার ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত থাকে।

গত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন- আমি দলীয় প্রার্থীর পক্ষে আন্তরিকভাবে কাজ করেছি, কিন্তু কিছু সাংবাদিক আমার ৪৫ বছরের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট, মিথ্যা ও বানোয়াট পরিবেশন করেছে।

আমি ৪৫ বছরের রাজনৈতিক জীবনে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলে এসেছি। তিনি কালনীভিউ’র ভূয়সী প্রশংসা করে বলেন- সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বলেই কালনীভিউ সর্বজন বিদিত। আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন দূর্ণীতিবাজ কুচক্রী মহলের মুখোশ উন্মুক্ত করবেন।

রবিবার (২৬ আগষ্ট) বিকেলে সিলেট প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স হলে কালনীভিউ টুয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রকাশনার মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

কালনীভিউ’র সম্পাদক মন্ডলীর সভাপতি ও দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে ও সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম সর্দারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও সিলেট কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট সামসুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কুদ্দুস, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা সুনামগঞ্জ জেলার সভাপতি কাশ্মীর রেজা।

বক্তব্য রাখেন- হাওর উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি সুরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ মিয়া, কালনীভিউ’র প্রধান সম্পাদক ও দিরাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক একে কুদরত পাশা, ওপেন বাংলা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক প্রকাশক ও দিরাই প্রেসক্লাবের সহসভাপতি জুবের সরদার দিগন্ত, দিরাই প্রেসক্লাবের সিনিয়র সদস্য রুহুল আমিন, দিরাই অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সুরমাভিউ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক এমদাদুল হক সোহাগ, শাহ খোররম ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুল জাহির রতন, সাবেক ছাত্রনেতা মাহবুব বক্ত চৌধুরী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল, সাংবাদিক নাবিদ, সিলেট প্রতিদিন ডটকমের সহকারী বার্তা সম্পাদক মুন্না মিয়া, ভাটির আলো ডটকমের বার্তা সম্পাদক শাহ আদনান, যুবনেতা মিছবাহ উদ্দিন, দিরাই অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুক্তার হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সালমান মিয়া, ছাত্রনেতা রুম্মান আহমদ, সুরমাভিউ’র স্টাফ রিপোর্টার আবু জাবের প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930