শিরোনামঃ-

» বঙ্গবন্ধু ছিলেন নিপীড়িত গণ মানুষের নেতা : মিসবাহ উদ্দিন সিরাজ

প্রকাশিত: ২৯. আগস্ট. ২০১৮ | বুধবার

সিলেট বাংলা নিউজ দিরাই প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি সমগ্র বিশ্বের নিপীড়িত মানুষের নেতা ছিলেন। তিনি বলেন, বিশ্বের বঞ্চিত জনগোষ্ঠী তাদের আজীবন প্রাণশক্তির জন্য যে কোন সংকটে বঙ্গবন্ধুকে খুঁজবে। এ মাস হচ্ছে বাঙালি জাতির জন্য শোকের মাস। ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করতে হবে। তাঁর ত্যাগ এবং তিতীক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এই আগস্টের ১৫ তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সপরিবারে হত্যা করা হয়েছে। এমন কলংক জনক ঘটনা বিশ্বের কোথাও ঘটেনি, ঘাতকরা জাতির পিতাকে হত্যা করলেও উনার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছেন।

তিনি মঙ্গলবার (২৮ আগষ্ট) দিরাই উপজেলার জগদল ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জগদল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিফতা উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনামুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অবনী মোহন দাস, সদস্য আলতাফ উদ্দিন মাষ্টার, সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, ভিপি ইকবাল হোসেন, হুমায়ুন রশীদ লাভলু, জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ, এডভোকেট সেলিম আহমদ, মতিন মিয়া, এনামুল হক লিলু, সালাহ্উদ্দিন সেলিম, তাতিলীগ সিলেট জেলা ও মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নোমান আহমদ, মামুনুর রশীদ বাবলু, আবু সাহেদ, ইমরান হোসেন, ইমরুল হাসান সজল, মনসুর মুর্শেদ, রুহুল আমিন শুভ, জাহাঙ্গীর চৌধুরী, হোসাইন আহমদ, তৌকির আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930