শিরোনামঃ-

» আজ শনিবার বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর জন্মশতবার্ষিকী উদযাপন; সর্বস্তরের নাগরিকদের উপস্হিত থাকার অনুরোধ

প্রকাশিত: ৩১. আগস্ট. ২০১৮ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ মহান মুক্তিযুদ্ধের কমান্ডার-ইন-চিফ, বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানী’র জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ‘বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ’ ৩ মাসব্যাপি কর্মসূচি পালন করছে।

আজ শনিবার (১ সেপ্টেম্বর) বঙ্গবীর ওসমানীর শততম জন্মদিনে ‘বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ’-এর উদ্যোগে সকাল ১০ টায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মাজার জিয়ারত ও বিশেষ মোনাজাত এবং পরে দরগাহে হযরত শাহজালাল (রহ.) মসজিদে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জাতির ক্রান্তিকাল তথা দৃূর্যোগ-দূর্বিপাকের সার্থক কান্ডারী, নিখাদ দেশপ্রেমিক, আজীবন গণতন্ত্রী এ মাটির সূর্যসন্তান বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর জন্মশতবার্ষিকীর এসব কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ‘বঙ্গবীর জেনারেল ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ’-এর সকল কর্মকর্তা ও সদস্য এবং সমাজের সর্বস্তরের নাগরিকবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৮২৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930