শিরোনামঃ-

» কাতার বিএনপির প্রতিবাদ সভায় বক্তারা

প্রকাশিত: ০৩. সেপ্টেম্বর. ২০১৮ | সোমবার

সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ কাতার ধানসিড়ি বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরীফুল হক সাজু’র বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ৫৭ ধারায় মামলার প্রতিবাদে সভা করেছে কাতার বিএনপি।

রবিবার (২ সেপ্টেম্বর) কাতারের দোহা’র নাজমাস্থ দাওয়াত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত বিশাল প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঢাকা মহানগরী উত্তর বিএনপির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন টিপু।

কাতার ধানসিড়ি বিএনপির আহ্বায়ক শহিদুল হকের সভাপতিত্বে ও বিএনপি নেতা মহিউদ্দিন কাজলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় কাতার ধানসিড়ি বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা লোকমান আহমদের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কাতার বিএনপির সিনিয়র সহ-সভাপতি পেয়ার মোহাম্মদ, সদস্য সচিব শরীফুল হক সাজু, যুগ্ম-আহ্বায়ক মকবুল হোসেন মোল্লা, কাতার শ্রমিক দলের সভাপতি ছালেহ আহমদ খোকন, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে ফারুক হোসেন, এম. নুরুজ্জামান, মো. সবুজ মিয়া, আবু তাহের মিয়াজী, রাহেল মাহমুদ, বাবু খান ও আইনুল করিম বাবু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন টিপু বলেন- আওয়ামী অবৈধ সরকারের বাকশালী আচরণ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বময় ছড়িয়ে পড়েছে। দেশে অবস্থানরত নেতাকর্মীদের হামলা-মামলা গ্রেফতার নির্যাতনের প্রবাসে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দায়ের করে তাদের পরিবার পরিজনদের হয়রানী করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় কাতার বিএনপির সুযোগ্য সদস্য সচিব ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফুল হক সাজু’র উপর ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করা হয়েছে।

শরীফুল হক সাজুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই বাকশালী সরকার প্রবাসে অবস্থানরত সম্ভাব্য মনোয়ন প্রত্যাশী তৃনমুলের পছন্দের নেতার বিরুদ্ধে মামলা করেছে। হামলা মামলা গ্রেফতার নির্যাতন চালিয়ে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবেন।

অবিলম্বে ষড়ন্ত্রমুলক মিথ্যা মামলায় কারান্তরীণ গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। শরীফুল হক সাজু সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930