শিরোনামঃ-

» ভারতীয় রপ্তানীকারকদের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: ০৪. সেপ্টেম্বর. ২০১৮ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ ভারতীয় রপ্তানীকারকদের সাথে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় চেম্বার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভারতের সাথে বাংলাদেশের আমদানী-রপ্তানী বাণিজ্যের প্রসারে আলোচনা হয়। সভায় বক্তাগণ বলেন- বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সীমান্ত বাণিজ্য থেকে দু-দেশেরই আমাদানী-রপ্তানীকারক ও সরকার লাভবান হচ্ছেন।

বক্তাগণ বলেন- ভারত থেকে যেমন কয়লা, পাথর, চুনাপাথর ইত্যাদি আমদানী হয়ে থাকে তেমনি বাংলাদেশ থেকেও প্রচুর পরিমান খাদ্য সামগ্রী ও কনজ্যুমার আইটেম রপ্তানী হয়ে থাকে।

সভায় দু-দেশের আমদানী-রপ্তানীকারকগণ বাণিজ্য সম্পর্কের প্রসারের জন্য নতুন পণ্য খুঁজে বের করার বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশী আমদানীকরকগণ ভারত থেকে চা-পাতা, নাইলন সুতা, লবন ইত্যাদি আমদানীর আগ্রহ প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ, সিনিয়র সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, চন্দন সাহা, ভারতীয় রপ্তানীকারক মুসতাক আহমেদ, অরুণ কুমার পারিক, জহিরুল ইসলাম বড়ভূঁইয়া, বাংলাদেশী আমদানীকারক গৌতম বণিক, আনোয়ার আলী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৭ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30