শিরোনামঃ-

» সন্ত্রাসী হামলার মামলায় চেয়ারম্যান সাহেল সহ ৭ জনের ২ বছরের সাজা

প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০১৮ | বুধবার

সিলেট বাংলা নিউজ ছাতক প্রতিনিধিঃ ছাতকে সন্ত্রাসী হামলার মামলায় সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন মো. সাহেল সহ তার সহযোগী আরো ৬ জনের ২ বছরের সাজা প্রদান করেছেন আদালত।

বুধবার (৫ সেপ্টেম্বর) সুনামগঞ্জের দ্রুত বিচার আইনের বিচারক এ সাজা প্রদান করেন।

গত ১৩ আগস্ট ছাতক থানায় একটি মামলা দায়ের করেন খুরমা উত্তর ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ। যার নং- ১৫, তাং- ১৩/০৮/২০১৮ইং। এ মামলায় তাদেরকে সাজা প্রদান করা হয়।

মামলার সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- ছাতক থানার সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. সাহেল, কামারগাঁও গ্রামের আবুল বশরের পুত্র আবুল হাছনাত, গহরপুর গ্রামের আলকাছ আলী ময়নার পুত্র বাবুল মিয়া, কালিপুর গ্রামের আলতাব আলীর পুত্র জসিম উদ্দিন, কালিপুর গ্রামের আব্দুল করিমের পুত্র আবুল খয়ের ও সাতগাঁও গ্রামের আব্দুল মন্নানের পুত্র শাহিন মিয়া।

মামলার এজাহারে চেয়ারম্যান বিল্লাল আহমদ উল্লেখ করেন, গত ১০ আগস্ট ছাতক উপজেলা পরিষদের ৩য় তলায় মাসিক সমন্বয় সভা ছিল।

সভা শেষে দুপুর আড়াইটায় চেয়ারম্যান সাহেল সহ তার সহযোগীরা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে খুরমা উত্তর ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের উপর হামলা চালায়। সাহেলের নেতৃত্বে অপর আসামীরা চাইনিজ কুড়াল, রামদা, লোহার পাইপ, ধারালো খুর, রড, পাইপগান দিয়ে বিল্লাল আহমদকে এলোপাতাড়ী মারপিট করতে থাকে।

একসময় সন্ত্রাসীদের আঘাতে বিল্লাল আহমদ মাটিতে লুটিয়ে পড়েন। তার শুর চিৎকার শুনে মামলার স্বাক্ষী বাবুল রায়ও মোহাম্মদ আলী এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে সন্ত্রাসীরা। এক পর্যায়ে হামলাকারীরা চেয়ারম্যান বিল্লাল আহমদের পকেট থেকে নগদ পঞ্চান্ন হাজার পাঁচশত ও এজাহারে বর্ণিত ৯নং স্বাক্ষী হাবিবুর রহমানের পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।

এরপর হামলাকারীরা ছাতক বাজারস্থ তাহের প্লাজার সামনে গিয়ে আনন্দ মিছিল করতে থাকে। তারা সেখানে আবারও চেয়ারম্যান বিল্লাল আহমদ ও সাক্ষীদের উপর হামলা করে। পরে হামলায় আহতদের স্থানীয়রা ছাতক হাসপাতালে চিকিৎসা প্রদান করেন।

সুনামগঞ্জ পাবলিক প্রসিকিউটর ড. খায়রুল কবীর রোমেন বলেন, দ্রুত বিচার আইনের মামলায় ইউপি চেয়ারম্যান সাহেল সহ ৭ জনকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930