শিরোনামঃ-

» বালাগঞ্জের বোয়ালজুড়ে সড়ক দূর্ঘটনায় ৫ শিক্ষার্থী আহত; প্রতিবাদে রাস্তা অবরোধ

প্রকাশিত: ১০. সেপ্টেম্বর. ২০১৮ | সোমবার

মোমিন মিয়া বালাগঞ্জ প্রতিনিধিঃ তাজপুর-বালাগঞ্জ সড়কের  বোয়ালজুড় কাজিপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় ৫ শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতরা সবাই বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
আজ সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বালাগঞ্জ থেকে তাজপুরগামী একটি সিএনজি অটোরিক্সা মৌলভীবাজার থ (১১-৫২৮১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ৫ স্কুল শিক্ষার্থীকে চাপা দিলে মারাত্মকভাবে  আহত হয়।
আহতদেরকে স্থানীয় ও তাজপুর প্যারাডাইস ক্লিনিকে চিকিৎসা  প্রদান করা হয়।
আহতরা হলেন- বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী কলছুমা বেগম, আয়শা বেগম, তানজিনা বেগম, সোহেনা বেগম ও তাওহিদা বেগম। দূর্ঘটনার প্রতিবাদে তাজপুর বালাগঞ্জ সড়কটি প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তোলে নেয় শিক্ষার্থীরা এবং আটক সিএনজি ও চালককে বালাগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মোনিম, বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ থানা ওসি এসএম জালাল উদ্দিন, বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল কালাম, সদস্য নিত্যানন্দ দাস নিতাই, আব্দুস শহিদ জাহাদ, সাইফুল আলম বাদশা, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহাব উদ্দিন শাহীন সহ এলাকার যুব সমাজ ও সর্বস্তরের জনসাধারণ।
সকলের একটাই দাবী নিরাপদ সড়ক চাই।

এই সংবাদটি পড়া হয়েছে ১১০১ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30