শিরোনামঃ-

» রাইজ স্কুল পরিদর্শনে ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি কমিশনার কানবার

প্রকাশিত: ১২. সেপ্টেম্বর. ২০১৮ | বুধবার

‘শিক্ষকদের যত বেশি প্রশ্ন করবে তত বেশি জানবে’

স্টাফ রিপোর্টারঃ সিলেটের সুবিদবাজারে রয়েল ইন্সটিটিউট অব স্মার্ট এডুকেশন রাইজ স্কুল পরিদর্শনে এসে প্রতিষ্ঠানের পাঠ্য কার্যক্রম দেখে অভিভুত হয়েছেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি কমিশনার কানবার হোসেন বর। তিনি সেখানকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ‘তোমরা শিক্ষকদের বেশি বেশি করে প্রশ্ন করবে। কেননা যত বেশি প্রশ্ন করবে তত বেশি জানবে।’

বুধবার (১২ সেপ্টেম্বর) বিকেলে হাই কমিশনের পলিটিক্যাল সেকশনের প্রধান আবু জাকি’কে সাথে নিয়ে তিনি স্কুল পরিদর্শন করতে আসেন। এসময় তিনি স্কুলের প্রতিটি শ্রেণি কক্ষ ঘুরে ঘুরে দেখেন। পরে লাইব্রেরিতে শিক্ষার্থীদের সাথে কিছুক্ষণ সময় কাটান। তখন শিক্ষার্থীরাও তার সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করে।

পরিদর্শনকালে তিনি রাইজ স্কুলের প্রশংসা করে বলেন, ‘সিলেট শহরে রাইজের মতো একটি আধুনিক স্কুল দেখে আমি অভিভুত। এখানে শিক্ষার্থীরা এতো আধুনিক সুযোগ সুবিধা পাচ্ছে। তারা আসলেও অনেক ভাগ্যবান।’

ব্রিটেনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাথে রাইজের তেমন পার্থক্য নেই এমন মন্তব্য করে তিনি বলেন, শিক্ষা কার্যক্রমের দিক থেকে খুব একটা পার্থক্য নেই। তবে এখানকার আবহাওয়াগত পার্থক্য রয়েছে। এর উদাহরণ স্বরূপ তিনি বলেন, ‘ইংল্যান্ডে অনেক ঠান্ডা, কিন্তু বাংলাদেশে বৃষ্টি দিলেও একটু গরম অনুভুত হয়।’

পরিদর্শন শেষে আর্ট কর্মশালার অংকিত চিত্রকর্ম অতিথিদের উপহার হিসেবে তুলে দেন রাইজ স্কুলের শিক্ষার্থীরা। এর আগে অতিথিরা স্কুল ক্যাম্পাসে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান রাইজ স্কুলের প্রিন্সিপাল জ্যেসন বেক, হেড লাইব্রেরিয়ান লুইস বেক।

এসময় অন্যান্যের মধ্যে ইলিমেন্টারি স্কুলের কো-অর্ডিনেটর জিনাত মোস্তফা, মানবসম্পদ প্রধান হাসিব জামান খান, কারিকুলাম ম্যানেজার দেওয়ান জাকারিয়া, একাউন্ট প্রধান তোফায়েল আহমদ, জনসংযোগ কর্মকর্তা ইফতি সিদ্দিকীসহ স্কুলের শিক্ষক-কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫২ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031