শিরোনামঃ-

» বৃক্ষ আমাদের জীবনসঙ্গী : এডভোকেট মোহাম্মদ লালা

প্রকাশিত: ১৫. সেপ্টেম্বর. ২০১৮ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ বৃক্ষ কেবল আমাদের আর্থিক উপকার করে না, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা, আর্থিক উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা তথা মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে ওতোপ্রোতভাবে জড়িত। আমাদের প্রত্যেকের উচিত বৃক্ষরোপণ ও সংরক্ষণ করা।

শনিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাহপরাণ থানা শাখার উদ্যোগে আয়োজিত গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ সিনিয়র আইনজীবী মোহাম্মদ লালা উপরোক্ত কথাগুলো বলেন।

সংস্থার শাহপরাণ থানা শাখার সভাপতি সৈয়দ আকরাম আল সাহানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জব্বার আহমদ পাপ্পু ও সদস্য সাজ্জাদ আহমদ সাজুর যৌথ উস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমদ রিপন, ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের নবনির্বাচিত মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকী, সাবেক কাউন্সিলর মো. শাহজাহান, নলেজ হারবাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক কবি নাজমুল আনসারী, গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা বেগম।

বক্তব্য রাখেন- সংস্থার সহ-সভাপতি সেলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক কয়েছ আহমদ সাগর, নির্বাহী সদস্য ইমদাদুল ইসলাম পাপ্পু, সংস্থার সদস্য ও টুসকস এর সহ-সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, স্কুল কমিটির সদস্য পিয়ার উদ্দিন পিয়ার।

উপস্থিত ছিলেন- গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আজিজুর রহমান, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাদশা মিয়া, টুসকস এর আহবায়ক পিয়ার উদ্দিন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী সদস্য আবুল কালাম, সদস্য সাদেক মিয়া, জামরুল ইসলাম, শাফি আহমদ সাবেল, শফি আহমদ, মো. রাছেল খান রাশেদ, মো. আফরোজ জামান, ময়নুল হক স্বাধীন, সাব্বির আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আশিক আহমদ, সুজেল মিয়া, আব্দুল আহাদ জাবেদ, রায়হান আহমদ, আজাদ আহমদ, আব্দুর রউফ, দিলোয়ার হোসেন দিলু, জোসনা বেগম, সুমন আহমদ অলি, দেলুয়ার হোসেন, আজহারুল ইসলাম বাপ্পি প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নিয়াজ কুদ্দুস খান।

এই সংবাদটি পড়া হয়েছে ৭০১ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30