শিরোনামঃ-

» গোলাপগঞ্জে জনসভায় অ্যাডভোকেট লুৎফুর রহমান সিলেট-৬ আসনে নৌকার মাঝি সরওয়ারই হবেন

প্রকাশিত: ২৭. সেপ্টেম্বর. ২০১৮ | বৃহস্পতিবার

সরওয়ার হোসেন গোলাপগঞ্জের মাটি ও মানুষের নেতা

সিলেট বাংলা নিউজ, গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেছেন, সরওয়ার হোসেন বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী অন্তত আস্থাভাজন ব্যক্তি। নেত্রী সব খবর রাখেন; আসন্ন একাদশ সংসদ নির্বাচনে নৌকার টিকিট কে পাবেন দলীয় সভাপতি শেখ হাসিনা ছাড়া সে খবর দলের আর কারোরই জানা নেই। তবে আমি শতভাগ আশাবাদী সিলেট-৬ আসনে নৌকার মনোনয়ন সরওয়ার হোসেনই পাবেন; তিনিই যোগ্য। গোলাপগঞ্জের মাটি ও মানুষের সাথে সরওয়ার হোসেন মিশে আছেন। এখানকার মানুষ তাকে ভালোবাসে।

সিলেট জেলা আওয়ামী লীগের শীর্ষ এই নেতা আরোও বলেন, নির্বাচনে যদি বঙ্গবন্ধুকন্যা সরওয়ার হোসেনকে মনোনয়ন দেন আর এরপরে আপনারা যদি মূল্যবান ভোট দিয়ে সরওয়ার হোসেনকে বিজয়ী করেন তবে বিশ্বাস রাখতে পারেন আপনারা ঠকবেন না। কুশিয়ারা নদীপারের ভাঙন রোধে এলাকার বর্তমান এমপি মহোদয়ের ব্যবস্থা নেয়া দায়িত্বের মধ্যে ছিল। কিন্তু দশ বছরেও নদীভাঙন রোধে কোন পদক্ষেপ না নেওয়া অত্যন্ত দুঃখের কারণ। সরওয়ার হোসেন এমপি নির্বাচিত হয়ে আসলে কুশিয়ারা পারের মানুষের দুঃখ ঘুচবে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ৫নং বুধবারীবাজার ইউপির চন্দরপুর বাজারে ৫নং বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত নির্বাচনী প্রস্তুতিমূলক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় জনসভার প্রধান বক্তার বক্তব্যে সিলেট-৬ আসনে নৌকার মনোয়ন প্রত্যাশী কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন বলেন- জনগণের পক্ষে কাজ করলে জনগণ অবশ্যই ভোট দেবে। মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আমি শপথ করেছি আজীবন জনগণের পাশে থাকবো।

জনসভায় বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফ উদ্দিন শরফের সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম জেড আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদ জিলু, লক্ষ্মীপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল কবির এনাম, আওয়ামী লীগ নেতা নুরুল লুদী, ইসলাম উদ্দিন, ইমাম উদ্দিন, মৎস্যজীবী নেতা বাহার উদ্দিন, আওয়ামী লীগ নেতা নমান আহমদ, আব্দুল মান্নান, নাজমুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহেদ কটই, খালিকুজ্জামান খালিক, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ এমরুল, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আবদুল মালিক শাপলু, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, ছাত্রলীগ নেতা মামুন মিয়া, আফজাল হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা নকুল রাম মালাকার, লুৎফুর রহমান, আব্দুল করিম, নুরুল ইসলাম, পংকী আহমদ, যুবলীগ নেতা আবু সুফিয়ান উজ্জল, বাদেপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলিম উদ্দিন, ছাদিকুর রহমান, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাসিরুল ইসলাম মঞ্জু, ছাত্রলীগ নেতা আমিনুল তুষার, নাদিম মাহমুদ শিপলু, আব্দুল কাইয়ুম, আমান পাপ্পু, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ গোলাপগঞ্জ শাখার সভাপতি নাজমুল আমিন শাহাদাৎ,বিয়ানীবাজার শাখার সাধারণ সম্পাদক মুরশেদুল ইসলাম, শাহ জাহান আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930