শিরোনামঃ-

» সদর উপজেলা চেয়ারম্যান কাপে কান্দিগাঁও চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০১৮ | রবিবার

সিলেট বাংলা নিউজ ক্রীড়া ডেস্কঃ সদর উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর চুড়ান্ত খেলায় কান্দিগাঁও ইউনিয়ন দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যোগ্য নেতৃত্ব থাকায় দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর গাইডলাইন থাকায় খেলাধুলায় বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। সঠিক নেতৃত্ব আগামীতেও ধরে রাখতে হবে।

সদর উপজেলা স্পোর্টস একাডেমি, সিলেটের প্র্যাকটিস শুরুর জন্য মাঠের দাবির প্রেক্ষিতে নতুন একটি মাঠ নির্মাণের কথা জানিয়ে তিনি বলেন, সদর উপজেলার টুকের বাজারে একটি মাঠ হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নেওয়া হয়ে গেছে। ৫/৭ দিনের ভিতরে সকল চেয়ারম্যান সহ সবাইকে নিয়ে সেখানে আনুষ্ঠানিকভাবে সাইনবোর্ড স্থাপন করা হবে।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এইচ এম এ মালিক ইমন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা স্পোর্টস একাডেমি, সিলেটের সদস্য সচিব সাংবাদিক ওলিউর রহমান।

বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম আলী, ১নং ওয়ার্ড সদস্য আব্দুল মজিদ, কান্দিগাঁও ফুটবল দলের খেলোয়াড় সালমান আহমদ। তেলায়াত করেন ৭নং ওয়ার্ড সদস্য শায়েস্তা মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদের সচিব তোফায়েল হোসেন ভুইয়া, ইউনিয়ন আ আব্দুল কাদির, সাবেক মেম্বার মনির আলী, ২নং ওয়ার্ড সদস্য শাহনুর আলম, ৪নং ওয়ার্ড সদস্য সাবাজ আহমদ, ৫নং ওয়ার্ড সদস্য মুহিবুর রহমান, ৬নং ওয়ার্ড সদস্য কাচা মিয়া, ৮নং ওয়ার্ড সদস্য দুলাল আহমদ, ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য আঙ্গুরা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড সদস্য খোশতেরা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সদস্য রোমা আক্তার, মোল্লারগাঁও উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আব্দুল মান্নান, হাজী নূর মিয়া, হাজী আব্দুন নূর, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, আমির আলী, আব্দুল কাদির, উস্তার আলী, হানিফ আলী, সাংবাদিক এম রহমান ফারুক, আওয়ামী লীগ নেতা কয়েস আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল তালুকদার, সদস্য মোস্তফা উল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংঠনিক সম্পাদক আল মামুন শাহিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজাহান, আব্দুল জলিল, আব্দুল করিম বাচ্চু, মুরব্বী হাজী সিরাজ মিয়া, মো. জহির আলী, আব্দুল মতিন, আতিক মিয়া, আহমদ মিয়া, আব্দুস সালাম, আরশাদ আলী, আহমদ আলী, আব্দুল মুতলিব, আব্দুস সুবহান, সাবেক মহিলা মেম্বার সোনারা বেগম, মুহিবুর রহমান, মনা উল্লাহ, ছয়ফুল মিয়া, সিদ্দেক আলী, চুনু মিয়া, জাহেদ আহমদ, শাদত আহমদ, দুদু মিয়া, শামিম আহমদ, এমরান আহমদ, আখলু মিয়া, মতিউর রহমান, কিবরিয়া মিয়া, মঞ্জু রহমান, আইয়ূব আলী, রাইসুল হক, লোকমান, আজিজুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা আমিন আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২২ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30