শিরোনামঃ-

» মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ৭১ এর পরাজিত শক্তির হাতে তুলে দেয়া যাবে না : রশিদুল আলম

প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০১৮ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান রশিদুল আলম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ৭১ এর পরাজিত শক্তির হাতে তুলে দেয়া যাবে না।

উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আজ থেকে আপনাদের নিজের এলাকার ঘরে ঘরে যান বঙ্গবন্ধুর কন্যার উন্নয়নের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে দরুন।

তিনি সোমবার (২৯ অক্টোবর) রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট বিভাগের সকল জেলা উপজেলা ও মহানগরের মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এম.পি শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক অতিরিক্ত সচিব, মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ফরহাদ হোসেন, আব্দুল হক।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডর সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডর ভবতোষ রায় বর্মণ, মৌলভী বাজার ইউনিট কমান্ডর জামাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা কমান্ডর হাজী নুরুল মেমেন, মহানগর সহ সভাপতি আব্দুল খালিক, যুগ্ম-সম্পাদক ফয়জুল আনোয়ার আলাউর, বিজিত চৌধুরী, সাইফুল আলম রুহেল, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাদ উদ্দিন আহমদ, আজহার উদ্দিন জাহাঙ্গীর, আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, যুবলীগ নেতা এডভোকেট আফছর আহমদ, বেলাল খান, মোবাশ্বীর আলী সহ উপজেলা কমান্ডের সদস্যবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩২ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30