শিরোনামঃ-

» ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চের স্মারকলিপি

প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০১৮ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চ সিলেট বিভাগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। চাকুরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহাল সহ ১১ দফা দাবীতে ৩০ অক্টোবর দুপুর ১টায় সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়-

১) ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা,

২) জামাত-শিবির, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের সন্তান ও তাদের উত্তরসূরীদের সরকারী চাকুরিতে নিয়োগ দেয়া বন্ধ,

৩) জামাত-শিবির, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী ও তাদের প্রজন্ম যারা সরকারী চাকুরিতে বহাল আছে তাদের তালিকা করে চাকুরী থেকে বরখাস্ত,

৪) যুদ্ধাপরাধী ও তাদের বংশধরদের ও সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি ও জামাত-শিবির স্বাধীনতা বিরোধীদের পরিচালিত প্রতিষ্ঠানসমূহ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা,

৫) বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ককারীদের বিরুদ্ধে পাশ্চাত্যের ‘হলোকাষ্ট’ এ্যাক্ট বা জেনোসাইড ডিনায়েল ল’ এর আদলে আইন করে রাষ্টদ্রোহী, দেশদ্রোহী হিসেবে তাদের বিচার করা,

৬) কোটা সংস্কারের আন্দোলনে ছাত্র হত্যা গুজব ছড়িয়ে যারা উস্কানি দিয়েছে এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি’র বাড়ীতে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া,

৭) রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা তৈরি ও প্রকাশ করা,

৮) কোঠা সংস্কার চাই, বিসিএস আওয়ারগোল, জাকির’স স্পেশাল বিসিএস ইত্যাদি ফেসবুক গ্রুপ পেইজে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তিকারি এবং এসব পেইজ ও গ্রুপের এ্যাডমিন ও মডারেটরদের চিহ্নিত করে বিচার করা,

৯) সরকারি চাকুরির বয়স ৩৫ বছর করা,

১০) মুক্তিযোদ্ধা সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন ও

১১) ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা গণহত্যা, ধর্ষণ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে এবং যারা আগুন সন্ত্রাসকে সমর্থন করেছে, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার করা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চ সিলেট বিভাগীয় আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ছাদউদ্দিন আহমদ, মহানগরের আহ্বায়ক ভবতোষ রায় বর্মন, বিভাগীয় সদস্য সচিব মহি উদ্দিন আহমদ, মহানগরের সদস্য সচিব আমিনুর রহমান পাপ্পু, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অনিল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা টেনাই উল্লাহ আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা গুলজার খান, বীর মুক্তিযোদ্ধা শ্রীমন্টু দাস, বীর মুক্তিযোদ্ধা রতিশ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা মানিক চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা তোষার কান্তি কর, বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান আলতা, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ চন্নু, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলীউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চায়া রানী দাস, দেওয়ান তারেক চৌধুরী, জবা পাল, ববি রানী দাস, শ্যামল দেবনাথ, ননী গোপাল পুরকায়স্থ, আব্দুল হান্নান, অসীম পাল, মনোয়ার হোসেন, মাহদী সৈয়দ আজাদ, সাইদুর রহমান এপলু, ঝরণা রানী রায়, রোবেল আহমদ, আব্দুছ ছালাম ফারুক, পলিন আহমদ, মাহিম আহমদ, জাবেদ হোসেন ময়না, তুহিন আহমদ, তুফায়েল, সাইরোল, বিপ্লব ভুষণ দাস, ফিরোজুল হক, আমগীর, চয়ন সরকার, রোবেল দাস, লিটন, সেলিম আহমদ, সেলিম, এমন কোমার দাস, অধীর সিংহ, রতন দাস, রোবেল আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৯ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30