শিরোনামঃ-

» ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি নির্বাচন সম্পন্ন; সভাপতি মোহাম্মদ জাকির আলী, সাধারন সম্পাদক জাবেদ আহমদ

প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০১৮ | শুক্রবার

নিজস্ব প্রতিবেদকঃ ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সিলেট মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে অবস্থিত আধুনিক বিপণি বিতান ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির ২০১৮ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পৌণে ৪টা পর্যন্ত একটানা এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১৫৬ জন ভোটারের মধ্যে ১৪৯ জন ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে ১১টি পদের মধ্যে ৫টিতে প্রতিদ্বন্ধিতা করে শপিং সিটির ব্যবসায়ীরা নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সভাপতি পদে জাকিরস এডুকেশন সার্ভিস এর সত্ত্বাধিকারী মোহাম্মদ জাকির আলী ৯২টি ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি রেইনবো ফ্যাশন হাউসের সত্ত্বাধিকারী খোকন দাশ। তিনি ভোট পেয়েছেন ৫৭টি। সহ-সভাপতি পদে ২ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন মো. সাহেদ আহমদ ভোট পেয়েছেন ৯৭টি ও আব্দুল গফ্ফার মো. সোহেল ভোট পেয়েছেন ৮৩টি। তাদের নিকটতম প্রতিদ্বন্ধি হলেন মাহিয়াতুর রহমান ফায়িদ ভোট পেয়েছেন ৫৫টি এবং মো. গুলজার আহমদ ভোট পেয়েছেন ৩৮টি।

সাধারণ সম্পাদক পদে মাহদী কালেকশনের সত্ত্বাধিকারী মো. জাবেদ আহমদ ৬৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ভিনটেজে’র সত্ত্বাধিকারী মো. শামীম আহমদ ৪২টি ভোট পেয়ে পরাজিত হন।

সহ-সাধরণ সম্পাদক পদে বিপ্লব কুমার এষ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে স্টাইল ইঞ্জিন এর সত্ত্বাধিকারী জুনেদ আহমদ (সানি) ৮৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. রুহুল আমিন চৌধুরী ভোট পেয়েছেন ৬১টি।

এছাড়া নির্বাচনে ৬টি পদে কোন প্রাতিদ্বন্ধি প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সহ-সাধারন সম্পাদক পদে, বিপ্লব কুমার এষ, সহ-কোষাধ্যক্ষ মেট্রো ইন্টারন্যাশনাল এর সত্ত্বাধীকারী কাজী ফজলে এলাহী, দপ্তর সম্পাদক ঘুড্ডি কালেকশনের সত্ত্বাধীকারী অপু আহমদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ড্রিম সলিউশন ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্স এর সত্ত্বাধীকারী মো. জসিম উদ্দিন।
কার্যকরি সদস্য বেস্ট ইন্টারন্যাশনালের সত্ত্বাধীকারী জুনেদ আহমদ ও ছোঁয়া ফ্যাশন’র সত্ত্বাধীকারী হেনা বেগম।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ আব্দুল হাফিজ, সদস্য ফাইয়াজ হোসেন ফরহাদ, জীবেশ আচার্য জীবন।

উক্ত ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিদর্শন করেছেন অত্র মার্কেটের ম্যানেজিং পার্টনার লায়েক আহমদ চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, বৃহত্তর আম্বরখানা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলাউদ্দিন আহমদ মুক্তা, সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতা আমিনুর রহমান শিবলু, রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি জিডি রুমু, সাধারণ সম্পাদক তানভীর হোসেন রহিম, সদস্য বাবুল আহমদ, মিলেনিয়াম শপিং সিটি সভাপতি, মহানগর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, কাকলী শপিং সিটির জাকারিয়া, দৈনিক সকালের সময় সিলেট ব্যুরো মবরুর আহমদ সাজু, নিউজ চেম্বারের নির্বাহী সম্পাদক এম.এ ওয়াহিদ চৌধুরী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930