শিরোনামঃ-

» নির্বাচনকে সামনে রেখে বালাগঞ্জে ‘আইডিয়ার’ শান্তিতে বিজয় প্রকল্পের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২২. ডিসেম্বর. ২০১৮ | শনিবার

সিলেট বাংলা নিউজ, বালাগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের বালাগঞ্জে ইনন্সিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) বেসরকারী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে আগামী জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ রাজনৈতিক ও নির্বাচনী কার্যক্রমের স্বপক্ষে ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কার্যক্রম বিষয়ে ‘শান্তিতে বিজয়’ শীর্ষক সংবাদ সম্মেলন আজ ২২ ডিসেম্বর (শনিবার) বিকেলে বালাগঞ্জ সদরস্থ কানন ভিলায় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এ সংবাদ সম্মেলন করা হয়। বালাগঞ্জ উপজেলার নদী ভাংগন সহ নানা সমস্যার চিত্র তুলে ধরেন ‘আইডিয়া’ সিলেটের সহকারী পরিচালক নাজিম আহমদ।

উপস্থিত ছিলেন, সংগঠনের প্রকল্প সমন্বয়ক জুবায়ের আহমদ, সিলেট জেলা সমন্বয়ক রোজিনা বেগম, বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক কংকন কান্তি দাস, শিক্ষক আলী আমজদ ভূইয়া, সমাজসেবক আলী নেওয়াজ ও সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে বালাগঞ্জ উপজেলার উল্লেখযোগ্য ১৩ টি উন্নয়নমূলক দাবী তুলে ধরে তা পরবর্তিতে বিজিত সংসদ সদস্যের হাতে তুলে ধরার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। যা বিগত দিনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলোচনা করে তৈরি করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, অবাদ ও সুষ্ঠু নির্বাচন করতে সকলের সহযোগিতা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা।

উল্লেখ্য গত ১৭ ডিসেম্বর আইডিয়া উদ্যোগে বালাগঞ্জে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। যেখানে আওয়ামীলীগ, জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক ও শুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930