শিরোনামঃ-

» নতুন মন্ত্রী পরিষদে শপথ নিতে যাচ্ছেন সিলেটের ৩ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৬. জানুয়ারি. ২০১৯ | রবিবার

সিলেট বাংলা নিউজ নিজস্ব প্রতিবেদকঃ নতুন মন্ত্রী পরিষদে শপথ নিতে যাচ্ছেন সিলেটের ৩ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী।

সোমবার (৭ জানুয়ারি) তাঁরা শপথ নিবেন। এর আগে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রবিবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের এ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

এ তালিকায় রয়েছেন সিলেট বিভাগ থেকে নির্বাচিত- পূর্ণ মন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেট-১ আসন থেকে ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত এম এ মান্নান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত মো. শাহাব উদ্দিন।

প্রতিমন্ত্রী হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেট-৪ আসন থেকে নির্বাচিত ইমরান আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত মো. মাহবুব আলী।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930