শিরোনামঃ-

» শ্রদ্ধা জানাতে বাসে চড়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে গেলেন নতুন মন্ত্রীরা

প্রকাশিত: ০৮. জানুয়ারি. ২০১৯ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণের পরদিন মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। এর পর তারা বাসে চড়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রিসভা গঠন থেকেই চমক দেখিয়ে যাচ্ছেন। তারই ধারাবহিকতায় চিরায়ত ঐতিহ্য ভেঙ্গে এবারই প্রথম মন্ত্রিপরিষদের সদস্যরা একসঙ্গে বাসযোগে কোথাও গেলেন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে ধানমন্ডি থেকে সাভার যেতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা নিজস্ব গাড়ি ব্যবহার না করে ৪টি এসি বাস ব্যবহার করলেন। আসন সংকুলান না হওয়ায় মিনিবাসগুলোর ভিতরে অতিরিক্ত আসন জুড়ে দেয়া হয়।

এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাংবাদিকদের বলেন, আমরা সবাই একসঙ্গে বাসে সাভার স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানিয়েছি।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৫ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031