শিরোনামঃ-

» গরীব ও অসহায়দের মধ্যে সিলেট জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৪. জানুয়ারি. ২০১৯ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে পরিষদের মিলনায়তনে সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহের সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য মো. মতিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান বলেন, বর্তমান সরকার সমাজের সকল শ্রেণি পেশার মানুষের ভাগ্যো উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় জেলা পরিষদের মাধ্যমে সুবিধা বঞ্চিত শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুধু তাই নয় পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সরকার সদা তৎপর। সে লক্ষে নানাবিদ কর্মসূচি গ্রহন করেছে। অতিদরিদ্র কর্মসূচি, বিধাব, বয়স্ক ও মার্তৃত্বকালীন ভাতা সহ বেশ কিছু কর্মসূচির মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। তাই সরকারের পাশাপাশি বিত্তবানরা এগিয়ে আসলে সমাজের বঞ্চিত জনগোষ্ঠী কিছুটা হলেও সুবিধা পাবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, মোহাম্মদ শাহনুর, স্যায়িদ আহমদ সুহেদ, নজরুল হোসেন, তামান্না আক্তার হেনা প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৩ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031