শিরোনামঃ-

» দেশের ভাবমূর্তি উজ্জল করতে খেলাধুলার প্রতিও মনোযোগ দিতে হবে : মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী

প্রকাশিত: ১৫. জানুয়ারি. ২০১৯ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সিলেট উপঅঞ্চলের উদ্যোগে ৪৮তম উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০১৯ মঙ্গলবার (১৫ জানুয়ারি) পুলিশ লাইন্স এর উপরের মাঠে সকালে অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

এসময় তিনি বলেন- খেলাধুলা মন ও শরীরকে সতেজ রাখে। বিভাগীয় পর্যায়ে এরকম প্রতিযোগিতার মাধ্যমে দক্ষ খেলোয়াড় গড়ে তুলা সম্ভব। তারাই একদিন জাতীয় পর্যায়ে খেলে সিলেটের সম্মান বয়ে আনবে। জাতীয় পর্যায়ে দক্ষতার পরিচয় দিয়ে একদিন ওই সিলেটের সন্তানরা আন্তর্জাতিক পর্যায়ে খেলে দেশের গৌরব অর্জন করবে। তাই নিজেকে কর্মঠ ও দেশের ভাবমূর্তি উজ্জল করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, অগ্রগামী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা বাবলু পুরকায়স্থ, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সিলেট উপ অঞ্চলের সম্পাদক হেপী বেগম, পাইলট স্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দেবনাথ, সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল ওদুদ, হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা একে মজুমদার, সিলেট জেলা ক্রীড়া অফিসার আল আমীন।

খেলা পরিচালনা করেন, অগ্রগামী স্কুলের শিক্ষক ঝলক রঞ্জন তালুকদার, পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসুক মিয়া।

ফৌজিয়া আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- আম্বরখানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুপ্রা দেব, এইডেড হাই স্কুলের দিপাল কুমার সিংহ, মইনুন্নেচ্ছা স্কুলের সিতা রানী দাস, অগ্রগামীর শিক্ষক শরীফা বেগম, কাজী জালাল উদ্দিনের শিক্ষক জ্যোস্না বেগম প্রমুখ।

অনুষ্ঠানে পুরো মাঠ জুড়ে মশাল নিয়ে প্রদক্ষিণ করেন শিক্ষার্থী ইমা বেগম।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৫ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031