শিরোনামঃ-

» সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মরহুম আজিজুর রহমান মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১৯. জানুয়ারি. ২০১৯ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট নগরীর প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য উৎসাহ প্রদানের প্রয়োজন। প্রতিটি স্কুলে মেধাবৃত্তি পুরস্কার প্রদান করলে ছাত্রছাত্রীরা শিক্ষার্জনে আগ্রহ পাবে। শিক্ষার্থীদের মেধাবী করে তুলতে মরহুম আজিজুর রহমান মেধাবৃত্তি পুরস্কার প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরো বলেন- সিলেট সিটি কর্পোরেশন থেকে যেসব সব সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি শনিবার (১৯ জানুয়ারি) নগরীর শিবগঞ্জ সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মরহুম আজিজুর রহমান মেধাবৃত্তি পুরস্কার-২০১৮ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে ও সহ-সভাপতি ইসমাইল মাহমুদ সুজনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাম্মৎ নাহিদা পারভিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার লিপিকা রায়, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী আতিকুর রহমান বাদশা, সৈয়দ আব্দুল কুদ্দুছ, আবিদুর রহমান বাবলু, মো. সেলিম চৌধুরী, আজাদ বখত শাহীন, সিরাজ উদ্দিন খান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা খাতুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন নীলকণ্ঠ দাস, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন- মোছা. শাম্মী আক্তার আয়শা।

অতিথিবৃন্দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষার্থী আবিদা আক্তার লিজা, নাহিদা আক্তার নোহা, মরিয়ম বেগম, ফাতেমা-তু জোহরা, তিশা মনি, ফাবিহা সানজিদা। বিদ্যালয়ের থিম সং পরিবেশন করে সামিয়া আক্তার ঐশী, তামান্না আক্তার, জেরিন আক্তার, মেহরিন হক।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চতুর্থ শ্রেণির ছাত্র নাসিম রেজা সাইদ, গীতা পাঠ করেন নিরন্তর দাস।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬০ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031