শিরোনামঃ-

» কোম্পানীগঞ্জ গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইমরান

প্রকাশিত: ১৯. জানুয়ারি. ২০১৯ | শনিবার

মাদক ও দুর্নীতির সাথে কোন আপোষ নেই

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়েছেন, সংসদ সদস্য বানিয়েছেন। তাই আজ আমি মন্ত্রী হয়ে আপনাদের সামনে এসেছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের যেকোন প্রয়োজনে আমি সর্বদা প্রস্তুত থাকব।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়ন করে। মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে। ঘুষ, দুর্নীতিকে প্রশ্রয় দেয়না। তাই ঘুষ, দুর্নীতির উর্ধ্বে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ বাস্তবায়নে কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, মাদক ও দুর্নীতির সাথে আপোষ নেই। তারা দেশের শত্র“, জাতির শত্রু“। মানুষের শত্রু“। তাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। যেখানেই দুর্নীতি দেখবেন, সেখানেই প্রতিরোধ করবেন। এদেশ গণতান্ত্রিক দেশ। দেশের মালিক জনগণ। আপনাদের সহযোগিতা নিয়ে দেশে ঘুষ, দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, সদস্য মো. নুরুল আমিন, এডভোকেট আজমল আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল হক এমএ, আবু বক্কর সিদ্দিক, যুগ্ম-সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, যুগ্ম-সম্পাদক হুমায়ূন কবির মছব্বির, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কোম্পানীগঞ্জ এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ, উপজেলা আ.লীগ নেতা এডভোকেট হাবিবুর রহমান ভুট্টু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বজলু মিয়া পাঠান, আইন সম্পাদক ওকিল চন্দ বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ১নং পশ্চিম ইসলামপুর ইউপি চেয়ারম্যান শাহ মো. জামাল উদ্দিন, ২নং পূর্ব ইসলাম ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, ৩নং তেলিখাল ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া, ৫নং উত্তর রণিখাই ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, ৬নং দক্ষিণ রণিখাই ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রুকন, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শামীম আহমদ, সাধারণ সম্পাদক মশাহিদ আলী, ২নং পূর্ব ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মূল্লুক হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, ৩নং তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কালা মিয়া, ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নাজিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি বিষয়ক সম্পাদক এইচ এম ইকবাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী আলা উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান, রাসেল আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জুল হোসেন, তজব আলী, মো. জুয়েল আহমদ, দেলওয়ার মাহমুদ রিপন, এম. সুহেল আহমদ, সোহেল আহমদ, আনোয়ার হোসেন, সুহেল মিয়া, জাফর দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান, সিনিয়র সহ সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, সহ সভাপতি সিরাজুল ইসলাম, রূপক চন্দ দাস, দেলওয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক জিকরুল, জাহেদুল হাসান, শাহরিয়ার কামরান, সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আলিম উদ্দিন, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মদরিছ আলী, সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত, ২নং পুর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আলিম উদ্দিন, ৩নং তেলিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি রশিক আলী, সাধারণ সম্পাদক মজনু মিয়া, সহ সভাপতি দেলওয়ার হোসেন, আনোয়ার হোসেন, যুবলীগ নেতা আব্দুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি জমির হোসেন, সহ সভাপতি এখলাছ আলী, সাধারন সম্পাদক ফয়ছল আহমদ।

আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, মো. সোহান আহমদ, মারুফ আহমদ রাব্বি প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১২ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031