শিরোনামঃ-

» ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি মার্কেটে চলছে উন্নয়ন কার্যক্রম; সাধারণ ব্যবসায়ীরা মহাখুশি

প্রকাশিত: ২৬. জানুয়ারি. ২০১৯ | শনিবার

সিলেট বাংলা নিউজ নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর ব্যস্ততম এলাকা পশ্চিম জিন্দাবাজারস্হ ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি মার্কেটে চলছে ব্যাপক উন্নয়ন কার্যক্রম।

শনিবার (২৬ জানুয়ারি) সদ্য নব নির্বাচিত ব্যবসায়ী কমিটির আন্তরিক প্রচেষ্টায় মার্কেটের ব্যবসায়ী টি সার্ট শপের সত্ত্বাধিকারী সাহেদ আহমদের ব্যক্তিগত খরচে চলছে এ উন্নয়ন কার্যক্রম।

জানা গেছে, প্রায় অর্ধ লক্ষ টাকা খরচ করে মার্কেটের সম্মুখে বড় বড় ফ্লাশ লাইট, ছোট ছোট সিলিং লাইট, দৃষ্টি নন্দন ফুলের টব লাগানো সহ মার্কেটের শ্রী বৃদ্ধির জন্য করছেন ব্যাপক কার্যক্রম।

এসব কাজে সার্বিক তত্ত্বাবধান করছেন মার্কেটের নব নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মো. সাহেদ আহমদ।

মার্কেটের ব্যবসায়ীক পরিবেশকে সুন্দর ও ব্যবসা বান্ধব করার লক্ষ্যে বিভিন্ন সৌন্দর্য বৃদ্ধিমুলক কার্যক্রমে সাধারণ ব্যবসায়ীদের মাঝে প্রচুর পরিমাণ আনন্দ বিরাজ করছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ নভেম্বরে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি মার্কেটের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে মোহাম্মদ জাকির আলী, সিনিয়র সহ-সভাপতি পদে মো. সাহেদ আহমদ, সহ-সভাপতি পদে আব্দুল গফ্ফার মো. সোহেল, সাধারণ সম্পাদক পদে জাবেদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক পদে বিপ্লব কুমার এষ, কোষাধ্যক্ষ পদে মো. জুনেদ আহমদ চৌধুরী (সানি), দপ্তর সম্পাদক পদে অপু আহমদ, ক্রীড়া সম্পাদক পদে মো. জসিম উদ্দিন, কার্যকরী সদস্য পদে হেনা বেগম ও জুনেদ আহমদ নির্বাচিত হন।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৬৫ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031