শিরোনামঃ-

» রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের ভোকেশনাল এ্যাওয়ার্ড প্রদান

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০১৯ | রবিবার

চিকিৎসা সেবায় সিলেট অনেক বিকশিত হয়েছে : ভিসি মুর্শেদ আহমদ চৌধুরী

স্টাফ রিপোর্টারঃ ঐতিহ্যবাহী রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে বিভিন্ন পেশায় ৫জন কৃতি ব্যক্তিকে ভোকেশনাল এক্সেলেন্শী এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৬ জানুয়ারি) রাতে নগরীর হোটেল হিলটাউনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নবসৃষ্ট সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মুর্শেদ আহমদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- চিকিৎসা সেবায় সিলেট অনেক বিকশিত হয়েছে। বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বর্তমান সরকার জনগনের দ্বোরগোড়ায় এই সেবা পৌছে দিতে সক্ষম হয়েছে।

তিনি আরসি সিলেট সেন্ট্রালের বিভিন্ন কল্যানমুল কাজের প্রশংসা করেন। ক্লাব প্রেসিটে রোটারীয়ান এম এ রহিম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রোটারীয়ান পিপি মো. সিদ্দিকুর রহমান, রোটারীয়ান পিপি হুমায়ুল ইসলাম কামাল, রোটারীয়ান পিপি মোঃ আব্দুল মুকিত ও রোটারীয়ান মো. রুহুল আলম।

শুরুতে কোরআন তেলায়াত করেন রোটারীয়ান মোহাম্মদ আলী হোসেন। রোটারী প্রত্যয় পাঠ করেন রোটারীয়ান পিপি আবুল বশর।

প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান ও ফুল দিয়ে বরণ করেন রোটারীয়ান পিপি আব্দুল খালিক ও রোটারীয়ান মনসুর আহমদ।

এ বছর বিভিন্ন পেশায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৫জন কৃতি ব্যক্তিকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন শিক্ষকতায় সিলেট সরকারী মহিলা কলেজের দর্শন বিভাগের প্রধান প্রফেসর মুছব্বির চৌধুরী, সাংবাদিকতায় দৈনিক সিলেটের ডাক এর ষ্টাফ রিপোটার এনামুল হক রেনু, নারী উদ্যোক্তা শাহেদা পারভীন চৌধুরী, কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনে মিঃ বাবলা এবং নার্সিং পেশায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স মিতালী দেব। এছাড়া ক্লাবের পক্ষ থেকে কয়েজন রোটারীয়ানদের লেটস (সন্তান) যারা বিগত এসএসসি, এইচএসসি এবং তদূর্ধ পরীক্ষায় উত্তীর্ন হয়েছেন সেই সমস্ত ছাত্র ছাত্রীদের উদ্দীপনা এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এরা হলেন- হাফসা রহমান, নাবিলা রহমান, আহমেদ আরাফাত, ডাঃ তাসনিম আরা ইসলাম, তাসকিন সুলতানা, আনিকা লুবাবা, লাজিমুল হক এবং আবরাজ ফায়াজ বন্ধন। এর আগে ক্লাবের ইউকলি মিটিং অনুষ্ঠিত হয়।

মিটিং এ ডিষ্ট্রিক্ট্র কনফারেন্সে অংশগ্রহন, লো-কষ্ট হাউজিং, সেমিএ্যানুয়েল ডিউজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন- ক্লাব সেক্রেটারী রোটারীয়ান বিকাশ কান্তি দাস, রোটারীয়ান পিপি মো. এমদাদ হোসেন, রোটারীয়ান পিপি মো. তৈয়বুর রহমান, রোটারীয়ান পিপি মো. নজরুল ইসলাম রোটারীয়ান পিপি জিয়াউল হক, রোটারীয়ান পিপি ড. এম শহিদুল ইসলাম এডভোকেট, রোটারীয়ান আইপিপি সাব্বির আহমদ, রোটারীয়ান মোহাম্মদ সামসুদ্দিন, রোটারীয়ান আহমেদ রশিদ চৌধুরী ও রোটারীয়ান স্বরাজ বন্ধু দাস। অনুষ্ঠানে রোটারী ক্লাবের প্রেসিডেন্টদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট নর্থ এর মামুন আহমদ, সিলেট প্যারাডাইসের মোহাম্মদ আব্দুন নূর এবং ওয়াটার লিলি গার্ডেন এর শাহিদা তালুকদার।

পরে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৫ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031