শিরোনামঃ-

» জালালাবাদ থানা পুলিশের সেবা সপ্তাহ পালন

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০১৯ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ জালালাবাদ থানার উদ্যোগে রবিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় র‌্যালী বের করা হয়।

পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ জালালাবাদ থানার উদ্যোগে রবিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি জালালাবাদ থানা থেকে শুরু হয়ে কুমারগাও বাস-স্টেশন পয়েন্ট হয়ে তেমুখির একটি অভিজাত কমিউনিটি সেন্টারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ। র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আশফাক আহমদ।

এসময় এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. এহছান উদ্দিন চৌধুরী (পিপিএম) বলেন- পুলিশ জনগণের বন্ধু। জনগণের দূরগোড়ায় সেবা পৌছে দিতে পুলিশ কাজ করে যাচ্ছে। দুর্নীতি ও মাদকের ছোবল থেকে জাতিকে রক্ষা করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করতে হবে। জনগণের সহযোগীতায় দুর্নীতি ও মাদক থেকে জাতিকে রক্ষা করা সম্ভব।

তিনি বলেন- বাংলাদেশ পুলিশ “পুলিশ সেবা সপ্তাহ ২০১৯” উদযাপন উপলক্ষ্যে রোববার ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্র“য়ারি পর্যন্ত বিভিন্ন রকম সেবামূলক কার্যক্রম গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সিলেট নগরবাসী যাতে উন্নত সেবা পায় সে ক্ষেত্রে মেট্রোপলিন পুলিশ জনগনের দোরগোড়ায় এ সমস্ত সেবা পৌছানোর লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জালালাবাদ থানার অফিসার্স ইনচার্জ শাহ মো. হারুন অর রশীদ, হাটখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাহিদ আলী, মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু মিয়া, শিবেরবাজার ফাড়ির ইনচার্জ অঞ্জন কুমার দাস, আওয়ামীলীগ নেতা সুদী দেব, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুজেল আহমদ তালুকদার, আজিজ মিয়া, কমিউনিটি পুলিশের সভাপতি মহি উদ্দিন, ফুল মিয়া, এসআই মুহাম্মদ খাইরুল বাশার, সুমন কুমার শিল, নাহার, আশরাফুল সিদ্দিক, পরিমল চন্দ্র দাস, বিমল চন্দ্র দে, অমিত সাহা, আতিকুর রহমান, লোকমান হোসেন, কাজী জালাল উদ্দিন, বাহার উদ্দিন, শাহনাজ আক্তার, টিএসআই আবুল কালাম, এএসআই সাইদুর, মোস্তফা, বোরহান উদ্দিন, এনামুল করিম, আল আমিন, মামুন ইবনে হেলাল, আবুল কালাম আজাদ, নাহিদ, জগদীশ, এটিএসআই খুশ চন্দ্র প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৩ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031