শিরোনামঃ-

» রোটারী ক্লাব অব সিলেট নিউসিটির সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০১৯ | বৃহস্পতিবার

সেবার মাধ্যমে বিশ্বকে সংযুক্ত করতে
রোটারিয়ানদের কাজ করতে হবে
: লে: কর্নেল (অব.) আতাউর রহমান পীর

স্টাফ রিপোর্টারঃ রোটারী ডিস্ট্রিক্ট গভর্ণর ইলেক্ট ২০১৯-২০২০ (ডিজিই) লে: কর্ণেল (অব.) আতাউর রহমান পীর বলেছেন- রোটারিয়ানদের কাজ হচ্ছে আর্ত মানবতার কল্যানে নিজেকে বিলিয়ে দেয়া। কাংখিত সেবা পেতে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব রোটারিয়ানদের দিকে তাকিয়ে রয়েছে। সেবার মাধ্যমে বিশ্বকে সংযুক্ত করে সমাজের সকল স্তরে রোটারী আন্দোলনকে ছড়িয়ে দিতে রোটারিয়ানদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

তিনি বুধবার (৩০ জানুয়ারি) রাতে রোটারী ক্লাব অব সিলেট নিউসিটি আয়োজিত তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে রোটারী গর্ভণর ট্রেনিং সম্পন্ন করে তার দেশে ফেরা উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য রোটারিয়ান হাজী আব্দুল খালিক।

নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান নুরুল হক সোহেল, রোটারিয়ান প্রফেসর জয়ন্ত কুমার দাস, রোটারিয়ান ড. তোফায়েল আহমদ, রোটারিয়ান জিয়াউল হক জিয়া, রোটারিয়ান সৈয়দ আশরাফ আহমদ, রোটারিয়ান প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, রোটারিয়ান রকিবুল হক, রোটারিয়ান জাকির আহমদ চৌধুরী, রোটারিয়ান প্রফেসর বদরুল আলম, রোটারিয়ান মাহবুবুল হক চৌধুরী, রোটারিয়ান গোলাম আজাদ, রোটারিয়ান ইশফাক আহমদ চৌধুরী, রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান, রোটারিয়ান মাহবুবুর রহমান চৌধুরী বাবু, রোটার‌্যাক্টর দিলোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ৭জন নতুন সদস্যকে রোটারি পিন পড়িয়ে রোটারি ক্লাব অব সিলেট নিউসিটির সদস্য হিসেবে বরণ করেন লে: কর্নেল (অব.) আতাউর রহমান পীর।

নতুন সদস্য হলেন- রোটারিয়ান তারেক আহমদ লস্কর, রোটারিয়ান কাজী জয়নুল হক, রোটারিয়ান জুনেদ আহমদ, রোটারিয়ান শহিদুল হক, রোটারিয়ান হাজী আব্দুল খালিক, রোটারিয়ান এস.এম আব্দুল্লাহ পাপলু ও রোটারিয়ান কামরুজ্জামান দীপু।

বক্তারা বলেন- লে: কর্ণেল (অব.) আতাউর রহমান পীর শুধু আমাদের সিলেটের নয় গোটা বাংলাদেশের গর্ব। জীবনের সকল ক্ষেত্রে সফল এমন ব্যক্তিত্ব রোটারী গভর্নর নির্বাচিত হওয়ায় দেশের রোটারী অঙ্গন আরো সমৃদ্ধ ও গতিশীল হবে। এক্ষেত্রে বৃহত্তর সিলেটের সকল রোটারিয়ানদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। সবাইকে এটা মনে করতে হবে সিলেটের সকল রোটারিয়ানই একেকজন গভর্ণর। এর মাধ্যমে সিলেটে রোটারী বিপ্লব সংঘটিত হতে পারে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪০ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031