শিরোনামঃ-

» এমসি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের র‌্যাগ ডে অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪. ফেব্রুয়ারি. ২০১৯ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের (এমসি) প্রাণিবিদ্যা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ২১তম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উৎসব (র‌্যাগ ডে) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) নানা আয়োজন ও জাঁকজমকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেলা ১১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আশরাফুল কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়া করে কেবল সফল মানুষ হলেই হবে না, একজন মানবিক মানুষও হতে হবে। লেখাপড়ার মাধ্যমে অর্জিত জ্ঞানকে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। তাহলেই সমাজ ও দেশ এগিয়ে যাবে।

তিনি বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রাকে বেগবান করতে দেশের শিক্ষার্থী ও তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

২১তম ব্যাচের শিক্ষার্থী সৈয়দ ফরহাদ ও বেবি নাজমিন রুমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের শিক্ষকমন্ডলী ও ২১তম ব্যাচের সকল শিক্ষার্থীসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৭ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031