শিরোনামঃ-

» বসন্ত উৎসবে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন

প্রকাশিত: ১৪. ফেব্রুয়ারি. ২০১৯ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ ‘‘প্রকৃতিজুড়ে লাল-হলুদের মাখামাখী, আলোর সঙ্গে রঙের খেলা, এ যেন বসন্তের, ফাগুনের মেলা’’।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রিকাবীবাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়ামের পাশে মুক্তমঞ্চে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত বসন্ত উৎসবে মুক্তাক্ষর তাদের দলগত আবৃত্তি পরিবেশন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।

সভাপতিত্ব করেন- সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত।

মুক্তাক্ষর বসন্ত উৎসবে বিমল করের নির্দেশনায়, দীপিকা দে’র গ্রন্থনা ও উপস্থাপনায় আবৃত্তি পরিবেশন করে পিউ, পূজা, মীম, শুচি, মন্ত্র, আদিত্য, রাফি, প্রান্ত, হিমেল মাহমুদ ও অর্পা মোদক।

উক্ত অনুষ্ঠানে মুক্তাক্ষরকে দলগত পরিবেশনের সুযোগ করে দেয়ার জন্য জেলা শিল্পকলা একাডেমির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন- মুক্তাক্ষরের পরিচালক বিমল কর।

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) শিশু আবৃত্তি উৎসব-২০১৯-এ বিকেল ৪টায় দরগাহ গেইট সোলেমান হলে আবৃত্তি পরিবেশন করবেন ভারত থেকে আগত সৌমিত্র ঘোষ ও আবহে শান্তনু বন্দ্যোপাধ্যায়।

একক আবৃত্তি পরিবেশন করবেন- দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী আহ্সান উল্লাহ তমাল ও মো. মনির হোসেন। সেই সাথে দলগত আবৃত্তি পরিবেশন করবে মুক্তাক্ষর সিলেট, মুক্তাক্ষর বিয়ানীবাজার, মুক্তাক্ষর ছাতক, শিক্ষণ সাংস্কৃতিক সংগঠন, দ্বৈতস্বর, শ্রুতি, পাঠশালা, কথন ও মাভৈ।

সকাল ১০টায় শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি ৪টি বিভাগে প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৫ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031