শিরোনামঃ-

» ১০ মার্চ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তাহব্যাপী কম্পিউটার মেলা-২০১৯

প্রকাশিত: ০৭. মার্চ. ২০১৯ | বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদকঃ নগরীর জিন্দাবাজারস্থ প্লানেট আরাফ মার্কেটে “সিলেট কম্পিউটার সিটি” আয়োজিত ও hp, msi, SmaRt, Global Brand, excel, South Bangla Computers, FLORA LIMITED, REVE antivirus, eset, GTI এর সহযোগীতায় ২য় কম্পিউটার মেলা-২০১৯ শুরু হতে যাচ্ছে।

আগামী রবিবার (১০ মার্চ) থেকে পরের রবিবার (১৭ মার্চ) পর্যন্ত অত্র মার্কেট প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠান রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় অত্র মার্কেটের ৫ম তলায় সিলেট কম্পিউটার সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি মুশফিক উস সামাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ।

অনুষ্ঠিতব্য মেলায় থাকছে- সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন পণ্য প্রদর্শনী, পণ্য ক্রয়ের সাথে রয়েছে আকর্ষণীয় মূল্য ছাড় ও লাকী কুপন, গেইমারদের জন্য রয়েছে গেইমিং জোন, ছোটদের জন্য রয়েছে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা।

উক্ত মেলা সর্ব সাধারণের জন্য উম্মুক্ত এবং তা বিনামূল্যে প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মেলার উদ্যোক্তা ও আয়োজকবৃন্দ।

অনুষ্ঠানসূচী

চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০টা, প্লানেট আরাফ মার্কেটের নীচ তলা।

র‍্যাফেল ড্র
রবিবার (১৭ মার্চ) রাত ৯টা, প্লানেট আরাফ মার্কেটের নীচ তলা।

পুরস্কার
ল্যাপটপ, টিভি মনিটর, সাইকেল সহ অসংখ্য পুরুস্কার।

গেইমিং জোন
মার্কেট হল রুম, ৫ম তলা।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930