শিরোনামঃ-

» “বাংলাদেশ ও যুবদের রক্ষার শপথ ২০১৯” সফলে স্বাগত যুব শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩. মার্চ. ২০১৯ | শনিবার

সিলেট বাংলা নিউজ নিজস্ব রিপোর্টারঃ সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন (সিলেট কল্যাণ সংস্থা’র অঙ্গ সংগঠন) সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র আয়োজনে সিলেট কল্যাণ সংস্থার সার্বিক সহযোগীতায় অধিকার সচেনত নাগরিক সমাজ, সিলেট’র প্রচারণায় “রুখবে মাদক গড়ব দেশ, অপরাধমুক্ত ও দুর্নীতিমুক্ত করবো বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জঙ্গিবাদ, খাদ্যে ফরমালিন মিশ্রণকারী ও সর্বপ্রকার মাদক, জুয়া, সন্ত্রাসী কর্মকান্ড সহ বিভিন্ন অন্যায় কাজে যারা যুবদের ব্যবহার করছে, তাদেরকে জাতীয়ভাবে রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যায়িত করা এবং এসব অপরাধে সম্পৃক্ত দুস্কৃতিকারীদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করার দাবীতে আগামী ২৪ মার্চ রবিবার বিকাল ৪টায় আমাদের চেতনা আমাদের বিশ্বাস এর স্থান সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত “বাংলাদেশ ও যুবদের রক্ষার শপথ ২০১৯” ২য় শপথ অনুষ্ঠান সফলে শনিবার (২৩ মার্চ) বিকেল ৫টায় কাজলশাহস্থ পিডিবি জামে মসজিদের সম্মুখভাগ হতে রিকাবীবাজার, লামাবাজার, জল্লারপার, জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত স্বাগত যুব শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে বর্ণাঢ্য স্বাগত যুব শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাপ্ত হয়।

বর্ণাঢ্য স্বাগত যুব শোভাযাত্রা পূর্ববর্তী সমাবেশ ও শেষ প্রস্তুতি সভা বিকেল ৩টায় পিডিবি জামে মসজিদ সম্মুখভাগে অনুষ্ঠিত হয়। ২য় শপথ অনুষ্ঠান ২০১৯ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- যুগ্ম-আহ্বায়ক আলহাজ্জ মুখতার আহমেদ।

সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী, মো. নাজমুল হুসাইন, ফখরুল আল হাদী, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মো. আব্দুল হান্নান, যুগ্ম-সদস্য সচিব হেলাল আহমদ, মো. আকরাম হোসেন শাকিল, মামুন আহমদ চৌধুরী, সৈয়দ রাসেল, আজমল হোসেন, মো. মহিবুর রহমান মুহিব, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, তজমুল খান সানী, প্রচার সচিব মোহাম্মদ সাজ্জাদ খান, সিনিয়র যুগ্ম-প্রচার সচিব এবাদ উল্লাহ, যুগ্ম-প্রচার সচিব মো. রমজান আহমদ শাকিল, মো. কামরুল হাসান, মো. শফিকুল ইসলাম, মো. সজিব ভূইয়া, মো. রুবেল মিয়া, ইন্দ্রোজ্যোতি পাল জীবন, আদনান আহমদ, মো. সাইদুল ইসলাম সুমন, নাহিদুল ইসলাম পারভেজ, আদনান আহমদ, হাবিবুর রহমান, মো. হোসেন আহমদ, যোগাযোগ সচিব মো. মকবুল চৌধুরী, যুগ্ম-যোগাযোগ সচিব মো. খালিক নুর, সদস্য ফারহান আহমদ খান শাকিল, জাকওয়ান আহমদ, জয়ন্ত পাল, নিয়াজ ইমাম বকস, আল আমিন আহমদ, মাহমুদুর রহমান জায়গীরদার, মো. মোস্তাফিজুর রহমান কামরান, মো. মফিজ মিয়া, মো. জমশের উদ্দিন, আব্দুল আজিজ রাজু, মো. রহমান আলী।

স্বাগত যুব শোভাযাত্রায় বাংলাদেশ প্রেমী প্রায় দেড়শতাধিক সচেতন এ প্রজন্মের মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৭ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031