শিরোনামঃ-

» বালাগঞ্জে ডাকাত আতঙ্কের এক রাত

প্রকাশিত: ০২. এপ্রিল. ২০১৯ | মঙ্গলবার

মোমিন মিয়া, বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলায় পরপর কয়েকটি ডাকাতির ঘটনায় হতাহতের পর মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (১ এপ্রিল) এই উপজেলার মানুষদের আতঙ্কের মধ্যে রাত পার করেতে হয়েছে। উপজেলা সদরের তিলকচাঁনপুর, আদিত্যপুর, রিফাতপুর, দক্ষিন গহরপুর, বোয়ালজুর, ইলাশপুর, নোয়াপাতন, ভট্রপাতন, বাবরকপুর সহ মসজিদে মসজিদে মাইকিং করে এলাকায় ডাকাত ডুকেছে সতর্জাক থাকুন জানানো হলে মানুষজন আতঙ্কিত হয়ে পরেন। পরে  রাস্তায় নেমে পাহারা দিতে থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে বালাগঞ্জ থানার সাব ইনস্পেক্টর লুৎফুর রহমান বলেন- শাহাপুর নামক স্থানে এক যুবক রাতে কয়েকজন মানুষ দেখে ভয় পেয়ে এলাকার মানুষদের বললে লোকজন মসজিদের মাইকিং করলে বিষয়টি জানাজানি হয়। যার ফলে  বালাগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় মাইকিং হলে জনমনে আতংকের সৃষ্টি হয় বলে জানান তিনি। বালাগঞ্জ থানা পুলিশ প্রতিটি ইউনিয়নে টহলে নিয়োজিত আছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত শনিবার (৩০ মার্চ) রাতে উপজেলার দেয়ানবাজার ডাকাতদের হামলায় ছাত্রলীগ কর্মি শাহাব উদ্দিন নিহত এবং একই পরিবারের ৩ জন আহত হন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930