শিরোনামঃ-

» শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত নেতৃবৃন্দদের সংবর্ধনা

প্রকাশিত: ০৫. মে. ২০১৯ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত নেতৃবৃন্দের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (২ মে) বিকালে নগরীর তালতলাস্থ অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক এ কে এম সাফায়েত আলম।

সংগঠনের কেন্দ্রীয় কমিঠির সহ-সভাপতি শহিদুজ্জামান এর সভাপতিত্বে ও সংগঠনে সিলেট শাখার সাধারণ সম্পাদক প্রতাপ কুমার চক্রবর্তীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- সংগঠনের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম।

সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক সিলেট জেলা শাখার সভাপতি আব্দুল মালিক, সাবেক সহ-সভাপতি নিশিকান্ত পাল, সাবেক অর্থ সম্পাদক রফিক উদ্দিন, সাবেক বিভাগীয় সমন্বয়কারী মতিউর রহমান,সাবেক সদস্য জিয়াউল ইসলাম চৌধুরী, সংগঠনের সাবেক মহানগর শাখার সাধারণ সম্পাদক এ কে এম শামসুন নূর, সংগঠন নেত্রী নাছিমা আক্তার চৌধুরী।

বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিলেট সদর শাখার সাংস্কৃতিক সম্পাদক সিতাংশ রঞ্জন দাস, গোলাপগঞ্জ উপজেলা শাখার মো. তাজউদ্দিন, বালাগঞ্জের দুলালী শর্মা চৌধুরী, আব্দুস সাত্তার, শিক্ষক সংগঠন নেতা তুরুণ দেব, সন্তোষ চক্রবর্তী, বিয়ানীবাজার উপজেলা শাখার খালেদ সাইফুউদ্দিন, গোয়াইনঘাট শাখার মো. মোবারক হোসেন, তপন কান্তি, বিশ্বনাথ শাখার সাবেক সাধারন সম্পাদক সিরাজ আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন- প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজ যারা আমাদের কাছ থেকে অবসর নিছেন তাদেরকে অনুকরন করে সামনের দিকে এগিয়ে চলতে হবে।

শিক্ষার্থীদের পাঠদানে মনযোগী করে তুলতে অভিবাবকদের নিয়ে মাসিক সম্মন্নয় সভার আয়োজন করতে। প্রধানমন্ত্রীর অঙ্গিকার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আরও বেগবান করতে সকলকে সম্মেলিতভাবে সততার সঙ্গে সর্বক্ষেত্রে সচেতনতার সহিত কাজ করতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৯ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031