শিরোনামঃ-

» ডা. প্রিয়াংকা তালুকদারের অপমৃত্যুর সুষ্ঠ বিচারের দাবিতে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪. মে. ২০১৯ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ১৬তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ডা. প্রিয়াংকা তালুকদারের অপমৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে মঙ্গলবার (১৪ মে) দুপুর দেড়টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্ত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেনের নেতৃত্বে পরিচালিত মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন- কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ সহ কলেজ ও হাসপাতালের সকল স্তরের শিক্ষক-চিকিৎসকবৃন্দ।

উল্লেখ্য যে- গত রোববার সকালে নগরীর পশ্চিম পাঠানটুলাস্থ পল্লবী সি ব্লকের ২৫ নম্বর বাসা থেকে জালালাবাদ থানা পুলিশ ডা. প্রিয়াংকা তালুকদার এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং মামলায় নির্যাতনে খুনের অভিযোগ আনা হয়েছে।

মানববন্ধনে শিক্ষক-চিকিৎসকবৃন্দ ডা. প্রিয়াংকা তালুকদারের অপমৃত্যুর বিষয়টি সুষ্ঠ তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930