শিরোনামঃ-

» সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে ফেইসবুক ভিত্তিক গ্রুপের প্রশংসনীয় সমাজসেবামূলক কার্যক্রম

প্রকাশিত: ০২. জুন. ২০১৯ | রবিবার

নিজস্ব রিপোর্টারঃ ‘এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ বাংলাদেশ’ নামের ফেইসবুক ভিত্তিক গ্রুপের সমাজসেবামূলক কার্যক্রম ছড়িয়ে পড়ছে সারাদেশে।

ঈদে গরিব সুবিধাবঞ্চিত পথশিশুদের মুখে হাসি ফোটানোর জন্য ২০১৭ সালে ঢাকা থেকে “সাইলেন্ট স্মাইল” নামে একটি ইভেন্ট চালু করা হয়।

৬০০ শিশুর মুখে হাসি দেখে পরের বছর ঢাকার পাশাপাশি চট্রগ্রামেও ইভেন্টটি চালু করা হয় এবং প্রায় ১৫০০ সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদের নতুন জামা তোলে দেয়া হয়।

গ্রুপের প্রায় ৪০ হাজার সদস্য দেশে ও দেশের বাইরে থেকে নিজেদের পছন্দ মতো জামা কিনে পাঠায় নিজ নিজ এলাকার বন্ধুদের কাছে।

পরে ঐসব বন্ধুরা দলবদ্ধভাবে সেগুলা গরিব, এতিম, সুবিধাবঞ্চিত পথশিশুদের হাতে এসব জামা তুলে দেন।

এই মহান উদ্যোগে গ্রুপের সমমনা বন্ধুরা রবিবার (২ জুন) ২৭ রমজান দেশের ৬টি জেলা শহর ঢাকা, চট্রগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও কক্সবাজারে ৬ হাজারেরও বেশি শিশুর হাতে এবছর ঈদের নতুন জামা তোলে দেন।

গ্রুপের সিলেটের বন্ধুরা নগরীর কীনব্রিজ এলাকা থেকে শুরু করে জিন্দাবাজার ও শাহী-ঈদগাহ এলাকার পথশিশুদের মাঝে কাপড় বিতরণের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

গ্রুপের সদস্যরা এইসব পথশিশুদের মুখে হাসি দেখে একধরনের মানসিক প্রশান্তি অনুভব করেন এবং পর্যায়ক্রমে এই কার্যক্রমকে আরো বৃহত্তর পরিসরে করার আশা ব্যাক্ত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30