শিরোনামঃ-

» বন্যা কবলিত এলাকা সমূহকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি ছাতক দোয়ারা ফোরামের

প্রকাশিত: ১৭. জুলাই. ২০১৯ | বুধবার

ছাতক প্রতিনিধিঃ

দোয়ারা ফোরামের সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীনের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে সুনামগঞ্জ জেলা সহ দেশের যে সকল এলাকায় ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যায় প্লাবিত হয়েছে সেসব এলাকাকে সরকারের উচিত দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করা এবং তাদের কাছে দ্রুত ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা।

এছাড়া তাদেরকে ঋণ প্রদান করে তাদের অর্থনৈতিক সহযোগিতা করা এবং যারা আমাদের সমাজের বৃত্তবান লোকজন রয়েছেন তাদের সকলের উচিৎ বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।

তিনি মঙ্গলবার (১৬ জুলাই) বিবৃতিতে আরো বলেন- বন্যার পানি প্রবেশ করায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান অঘোষিতভাবে বন্ধ হয়ে পড়েছে। দিনমুজুরদের কাজ না থাকায় বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছেন সংশ্লিষ্ট কয়েক শতাধিক শ্রমিক। কয়েকটি মৎস্য খামারে বন্যার পানি ঢুকে পড়েছে। আমন ধানের বীজতলা ও শাক-সবজির বাগানে পানি ঢুকে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে কৃষকদের। নিম্নবিত্ত দিনমজুর মানুষরা কর্মহীন হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930