শিরোনামঃ-

» বৃটেনে বাংলাদেশী বংশোদ্ভূত জাহি’র ইয়াং রাইটার হিসেবে স্বীকৃতি লাভ

প্রকাশিত: ৩১. আগস্ট. ২০১৯ | শনিবার

সিলেট বাংলা নিউজ ইউকে প্রতিনিধিঃ

ইউকে প্রবাসী আবু তাহির আফজলের বড় ছেলে জাহি (১০) সম্প্রতি গ্রেট ব্রিটেনে ইয়াং রাইটার হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

সে বৃটেনের Oasis Academy Blakenhale Junior School এর পঞ্চম শ্রেণীর ছাত্র।

কবিতার বইটির নাম Poetry Wonderland. কবিতাটির নাম The Demon Hotel. এ বইটি বৃটিশ লাইব্রেরীতে পাওয়া যাচ্ছে। বইটির বিক্রয় মূল্য ১৬ পাউন্ড।

তার পিতা আবু তাহির আফজল পরিবার সহ বৃটেনের ওয়েষ্ট মিডল্যান্ডে বসবাস করেন। তাঁর ২ ছেলের মধ্যে জাহি বড়।

তিনি বলেন- তাঁর ছেলে জাহি আরো ছোট বয়স থেকে কবিতা লিখতে পছন্দ করে। ভবিষ্যতে সে একজন ভালো রাইটার হতে চায়। এজন্য তিনি সকলের দোয়া কামনা করছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৮০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930