শিরোনামঃ-

» নিয়োগ প্রক্রিয়ায় সিলেট বিভাগের অধিবাসীরা বঞ্চিত; পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ৩১. আগস্ট. ২০১৯ | শনিবার

আবু তালেব মুরাদঃ

সিলেট বিভাগের আওতাভুক্ত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিলেট এবং সিলেট মহানগর দায়রা জজ আদালত সহ সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত অফিস ও সংস্থায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগকালে, অতীতে সিলেট বিভাগের স্থানীয় অধিবাসীদেরকে যেভাবে নিয়োগ করা হতো, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিগত কয়েক বছর থেকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দাদের উপেক্ষা করে নানা ছলচাতুরির মাধ্যমে সিলেট বিভাগ বহির্ভূত লোকজনদেরকে নিয়োগ দেয়া হচ্ছে বিষয়টি নিয়ে সিলেট বিভাগের অধিবাসীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

বিষয়টি তুলে ধরে শনিবার (৩১ আগস্ট) সকালে গনদাবী ফোরাম সিলেট বিভাগের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি’র বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

মন্ত্রী এ ব্যাপারে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করে ড. মোমিন বলেন- জনবল নিয়োগে স্থানীয় বাসিন্দাদের অবশ্যই অগ্রাধিকার রয়েছে। তিনি বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার আশ্বাস দেন।

স্বারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশন এর কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর সালেহ আহমদ সেলিম এডভোকেট, গনদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, পাবলিক রিলেশন সেক্রেটারি আবু তালেব মুরাদ এবং সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী আফতাব উদ্দিন।

এছাড়াও গত ২৮ অগাস্ট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিলেটের স্থায়ী বাসিন্দাদের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের দাবীতে সিলেট বিভাগীয় গনদাবী ফোরাম সহ সিলেট জেলার অধিবাসীগণের পক্ষে বেশক’টি সামাজিক সংগঠন সমূহ ও সচেতন নাগরিকদের সম্বন্বয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউছার আহমদের নিকট একটি স্মারকলিপি পেশ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬২ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930