শিরোনামঃ-

» প্রবাসীকে মারধরের ঘটনায় পিযুষ সহ ৪ জন গ্রেফতার

প্রকাশিত: ১১. সেপ্টেম্বর. ২০১৯ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় অভিযান চালিয়ে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে (৪০) সহ ৪ জনকে গ্রেফতার করেছে।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে দিকে মির্জাজাঙ্গাল এলাকার পিযুষের আস্তানা ঘেরাও করে তাদের গ্রেপ্তার করা হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
এরপর মধ্যরাতে র‍্যাব-৯ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, সিলেটের কোতোয়ালি থানা এলাকা থেকে ১টি বিদেশী রিভলভার, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী পিযুষ কান্তি দে কে তার তিন সহযোগী সহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- বাপ্পা পাল ও মিন্টু রায়। অপর একজনের নাম জানা যায়নি।

তবে প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মির্জাজাঙ্গালে পিযুষের আস্তানা ঘেরাও করে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এরপর ভেতর থেকে পিযুষ সহ ৪ জনকে ধরে গাড়িতে করে নিয়ে যায় তারা।

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক পিযুষ কান্তি দে’র বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ।

ভূমি দখল, বিল দখল, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ইসলামী ব্যাংকের বুথ ও  নগরীর জিন্দাবাজারের পানসী রেস্টুরেন্টে অগ্নিসংযোগ ও লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ এমনকি নরসুন্দরের কাছ থেকে টাকা না দিয়ে চুল কাটা ও মুখ সেইভ করাসহ এমন কোন অপকর্ম নেই যা করেনি বহুল আলোচিত সেচ্ছাসেবক লীগের  বর্তমান ক্যাডার পিযুষ কান্তি দে।

নগরীর জিন্দাবাজার-লামাবাজার সড়কের মির্জাজাঙ্গালে আস্তানা গড়ে তুলে নিজের কর্মী বাহিনী দিয়ে মানুষজনকে হেনস্তারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সম্প্রতি তিন প্রবাসীকে পিযুষ অনুসারীরা মারধর করে। এনিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

গত ৬ আগস্ট জিন্দাবাজারে পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে তিন প্রবাসীর উপর হামলা চালায় পিযুষ অনুসারী ছাত্রলীগ কর্মীরা। এতে গুরুতর আহত হন তারা। এ সময় তাদের প্রাইভেটকারও ভাঙচুর করা হয়। এ ঘটনায় ৭ আগস্ট আহতদের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

এই মামলার পর থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নেন পিযুষ। গ্রেপ্তার এড়াতে নিজের আস্তানায়ও অনেকদিন অনুপস্থিত ছিলেন তিনি। বুধবার ফের আস্তানায় ফিরেই আটক হন পিযুষ।

এদিকে বহুল আলোচিত যুবলীগ ক্যাডার পিযুষ কান্তি গ্রেফতার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সর্বস্তরের মানুষ। আওয়ামী লীগ দলীয় একটি সূত্র জানিয়েছে, খোদ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বিরক্ত ছিলেন এই পিযুষের কর্মকান্ডে।

তাদের মতে, এক পিযুষের কারণে সরকারের অনেক অবদান ম্লান হয়েছে সিলেটে। একের পর এক বিতর্কিত ঘটনার মাধ্যমে আলোচনার জন্ম দেন যুবলীগ ক্যাডার পিযুষ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯২১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930