শিরোনামঃ-

» আটাব সিলেট এর নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ১৪. ডিসেম্বর. ২০১৯ | শনিবার

নিজস্ব রিপোর্টারঃ

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০১৯ সিলেট জোনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেটের জিন্দাবাজার গ্যালারিয়া শপিং কমপ্লেক্সে আটাব আঞ্চলিক কার্যালয়ে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সিলেট জোন থেকে নির্বাচিত হয়েছেন ছয়জন। এরমধ্যে আটাব সম্মিলিত ফোরামের ৪ জন ও গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের ২ জন নির্বাচিত হয়েছেন।

আটাব সম্মিলিত ফোরাম থেকে নির্বাচিত ৪ জন হলেন খন্দকার ইসরার আহমেদ রকি, আবুল কাশেম আহমেদ, মো. শাহাব উদ্দিন ও মো. আব্দুল্লাহ।

গণতান্ত্রিক ঐক্যফন্টের বিজয়ীরা হলেন মো. ইসমাইল হোসেন কয়েস ও মোহাম্মদ শামছুল আলম।

সরকারি উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন বিভিন্ন রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক আর পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনটির আড়াই হাজারেরও বেশি সদস্য নির্বাচনে ২০১৯-২১ সেশনের জন্য ২৯ জন কার্যনির্বাহী সদস্যকে নির্বাচিত করবেন। এর মধ্যে ঢাকায় ১৭ জন এবং চট্টগ্রাম ও সিলেটের ৬ জন করে নির্বাচন করবেন।

আটাব সম্মিলিত ফোরামের সিলেট জোনের প্রধান সমন্বয়কারি হিসেবে রয়েছেন খন্দকার সিপার আহমদ ও আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়কারি আব্দুল জব্বার জলিল।

রাত সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সাহাদাত হোসেন তসলিমের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম সিলেটের মতো ঢাকা ও চট্টগ্রামে বিপুল ভোটে এগিয়ে আছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930