শিরোনামঃ-

» ছাতকে শ্রীপতিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় খুনের আসামী হলেন কমিটির সভাপতি!

প্রকাশিত: ১৯. ডিসেম্বর. ২০১৯ | বৃহস্পতিবার

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শ্রীপতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ম বহির্ভূতভাবে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গঠিত ওই কমিটিতে একটি খুনের মামলার চার্জশীটভূক্ত আসামী এখলাছুর রহমানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিদ্যালয় কমিটির তিন সদস্য উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ  তারা উল্লেখ করেন, ফৌজদারী মামলার একজন আসামীকে সভাপতি করা হয়েছে।
স্মারকলিপিতে তাকে পদ থেকে স্থগিত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন তারা।

লিখিত ওই অভিযোগে বলা হয়, গত ১৬ আগষ্ট শ্রীপতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির মেয়াদ শেষ হয়।

গত ৭ ডিসেম্বর বিদ্যালয় পরিচালনা কমিটি
গঠনের লক্ষ্যে সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়ার উপস্থিতিতে একটি সভা অনুষ্টিত হয়।
ওই সভায় বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলে উপস্থিত সদস্যদের মধ্য থেকে ৪/৫ জন সদস্য বর্তমান পরিপত্রের আলোকে কমিটি গঠনের অনুরোধ করেন। কিন্তু সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া ও স্কুলের প্রধান শিক্ষক মিজানা ইজদানী পুরাতন নিয়মে কমিটি গঠন করেন। অথচ কমিটিতে সভাপতি পদে প্রার্থী ছিলেন দুজন। তারা হলেন মো. ফখরুল ইসলাম ছাবুল ও এখলাছুর রহমান।

সহকারী শিক্ষা কর্মকর্তা পক্ষপাতদৃষ্ট হয়ে অনিয়মতান্ত্রিকভাবে সিলেট শহরের বাসিন্দা এখলাছুর রহমানকে সভাপতি হিসেবে ঘোষনা দেন।

সরকার কর্তৃক জারিকৃত নতুন পরিপত্র  অনুযায়ী বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনে সভাপতি নির্বাচিত হতে হলে ডিগ্রী পাশ হতে হবে, বিদ্যুৎসাহী পদে অভিভাবক সদস্যদের ছেলে-মেয়ে বিদ্যালয়ের লেখাপড়ার করার শর্ত সহ একাধিক নিয়ম-নীতি উল্লেখ করা রয়েছে।

অভিযোগকারী অভিভাবক সদস্য মো. ফখরুল ইসলাম ছাবুল বলেন, আমরা চাই গত ৬ নভেম্বর তারিখে জারিকৃত নতুন পরিপত্রের আলোকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি হোক।

নিয়ম বহির্ভূতভাবে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া বলেন, পরিচালনা কমিটির সভাপতি খুনের মামলার চার্জশীটভূক্ত আসামী হয়ে থাকলে এটি পর্যালোচনা করে দেখা হবে।

এ ব্যাপারে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি খুনের মামলার আসামী বলে আমার জানা নেই। লিখিত অভিযোগের বিষয়ে খোঁজ-খবর নেওয়ার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত হবে।
এ ব্যাপারে অভিযুক্ত এখলাসুর রহমান বলেন, এসব অভিযোগ বিরোধিতার কারনেই বিরোধিতা করা হয়েছে। বিদ্যালয়ের উন্নয়নের জন্য তাকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভোটাভুটি করে তাকে  নির্বাচিত করা হয়েছে।
খুনের মামলার ব্যাপারে তিনি বলেন, এলাকায় একটি ঘটনা ঘটেছিল। আমাকে আসামী করা হয়। মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩২ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930