শিরোনামঃ-

» সিলেট জেলা আইনজীবী সমিতির ২৬টি পদে ৫৬ জনের মনোনয়ন বৈধ

প্রকাশিত: ০৬. জানুয়ারি. ২০২০ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ
সিলেট জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৬টি পদে ৫৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করেছেন নির্বাচন কমিশনার।

রবিবার (৫ জানুয়ারি) বিকেলে আইনজীবী সমিতির লাইব্রেরি হলে মনোনয়নপত্র যাচাই-বাছাই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আলী মোস্তফা মিশকাতুন নূর এবং সহকারি নির্বাচন কমিশনার মোহাম্মদ মখলিছুর রহমান ও নেপাল চন্দ্র চন্দের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন- সমিতির সভাপতি মোঃ জামিলুল হক জামিল, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাবেক সভাপতি এমাদ উল্ল্যাহ শহীদুল ইসলাম শাহীন, এ কে এম শমিউল আলম, মোহাম্মদ লালা, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সাবেক প্রধান নির্বাচন কমিশনার এমদাদুল হক, জ্যোতির্ময় পুরকায়স্থ কাঞ্চন, যুগ্ম-সম্পাদক শংকর লাল দাস, জোহরা জেসমিন, সমাজ বিষয়ক সম্পাদক রাশিদা সাঈদা খানম, সহ সম্পাদক সাইফুর রহমান খন্দকার রানা, সহ সম্পাদক রবিউল ইসলাম।

এ সময় বিভিন্ন পদে অংশগ্রহণকারী প্রার্থীগণ ছাড়াও শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। সমিতির পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী ৬ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারিত রয়েছে এবং আগামী ৭ জানুয়ারি প্রার্থীগণের চুড়ান্ত তালিকা প্রকাশের পর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২৬টি পদে মনোনয়নপত্র বৈধ হওয়া ৫৬ জন প্রার্থী হলেন- সভাপতি পদে মিনহাজ উদ্দিন খান, অশেষ কর, কাজী আশরাফ উদ্দিন (ছাদ), এ টি এম ফয়েজ উদ্দিন, সহ-সভাপতি-১ পদে আব্দুল হাই কাইয়ুম, এ কে এম ফখরুল ইসলাম, সহ-সভাপতি-২ পদে মো. মখলিছুর রহমান (বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত), সধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান, ফজলুল হক সেলিম, বদরুল আহমদ চৌধুরী ও যুগ্ম-সম্পাদক-১ পদে জাকিয়া জালাল, মো. এজাজ উদ্দিন, হুমায়ুন রশীদ সুয়েব, বিকাশ রঞ্জন অধিকারী ও যুগ্ম-সম্পাদক-২ পদে মাসুদুর রহমান খান মুন্না, আল আসলাম মুমিন, সৈয়দ শাহজাহান, মুমিনুর রহমান টিটু, সমাজ বিষয়ক সম্পাদক পদে মো. মুমিনুল ইসলাম মুমিন ও মো. সেলিম মিয়া, সহ-সমাজ বিষয়ক পদে মো. আজমল হোসেন, আলা উদ্দিন, মো. মখসুদ আহমদ, লাইব্রেরি সম্পাদক পদে মনির উদ্দিন, মো. তানবীর আক্তার খান, প্রধান নির্বাচন কমিশনার পদে মো. আলীম উদ্দিন, মো. এমদাদুল হক, সহকারি নির্বাচন কমিশনার পদে মঈনুল হক, মো. লিয়াকত আলী ও শ্রী জয়জিৎ আচার্য, সহ-সম্পাদক পদে মো. মিজানুর রহমান, কবির আহমদ, রেদওয়ানুল ইসলাম, মোহাম্মদ মানিক উদ্দিন, মো. কাওছার আহমদ, আবু ফাহাদ, আরিফ আহমদ, মোবারক হোসেন, সুবল কান্তি পাল, সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্য পদে মো. আব্দুল মান্নান চৌধুরী, আব্দুল গফফার, প্রদীপ কুমার ভট্টাচার্য, মো. রাজ উদ্দিন, আতিকুর রহমান, দিলীপ কুমার দাস চৌধুরী, এ এস এম আব্দুল গফুর, মো. আব্দুল ওদুদ, দীনা ইয়াছমিন, খোকন কুমার দত্ত, মো. ওবায়দুর রহমান, জ্যোতির্ময় পুরকায়স্থ কাঞ্চন, জসীম উদ্দিন আহমদ, এম. মোর্তুজা আহমদ চৌধুরী, চৌধুরী আতাউর রহমান আযাদ, মো. মুহিবুর রহমান সেলিম, ওলি উল্লাহ মারুফ।

সিলেট জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে প্রধান নির্বাচন কমিশনার আলী মোস্তফা মিশকাতুন নূর এবং সহকারি নির্বাচন কমিশনার মোহাম্মদ মখলিছুর রহমান ও নেপাল চন্দ্র চন্দ সমিতির সকল বিজ্ঞ সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930