শিরোনামঃ-

» কুলাউড়ায় ২৫ বছর পর শিক্ষার্থীরা পেলো বিশুদ্ধ খাবার পানি

প্রকাশিত: ২০. জানুয়ারি. ২০২০ | সোমবার

কুলাউড়ায় প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৌর শহরের স্টেশন রোডের পাশে একটি বেসরকারি বিদ্যালয়। বিদ্যালয়টির নাম কুলাউড়া রেলওয়ে জুনিয়র হাই স্কুল। বিদ্যালয়টি সরকারি না হওয়ার কারণে ওই বিদ্যালয়ের দায়-দায়িত্ব শিক্ষা অফিসের না। উপজেলা শিক্ষা অফিসের খাতায়ও নাম নেই বলে জানান বিদ্যালয়ের পিটি-এ কমিটির সভাপতি শুশীল সেনগুপ্ত।

অথচ বিদ্যালয়টি প্রতিষ্ঠার ২৫ বছরে পা রেখেছে। দীর্ঘদিন পার হলেও বিদ্যালয়ের কোন উন্নয়ন হয়নি।

এ পর্যন্ত সরকারি কোন অনুদান পৌঁছেনি বিদ্যালয়টিতে। সরকারি সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ঘরটি ভেঙে পড়ার ভয়ে অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনীহা অনীহা প্রকাশ করছেন। অভিভাবকরা সবসময় চিন্তিত থাকেন সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে।

মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস্ ইউ কে এর অর্থায়নে ২৫ বছর পর
কোমলমতি ৩৫০ জন শিক্ষার্থী পেলো খাবার পানি।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের বিশুদ্ধ খাবার পানি সরবরাহে একটি গভীর নলকূপের শুভ উদ্বোধন করা হয় ৫ ডিসেম্বর। তখন থেকে নলকুপের স্থাপন কাজ শুরু হয় এবং সোমবার (২০ জানুয়ারি) সকালে বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম উদ্বোধন করা হয়।

নলকুপের উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের পিটি-এ কমিটির সভাপতি শুশীল সেন গুপ্তের সভাপতিত্বে ও অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ ইমন এবং স্কুলের সহকারী শিক্ষক সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস্ ইউ কে এর যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এন বাংলা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক জয়নাল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মানবাধিকার বাস্তবায়ন কমিশন সিলেট মহানগর শাখার সভাপতি সাংবাদিক আ ন ম জামান চৌধুরী, রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান সাদিক, লন্ডন প্রবাসী রুহুল আহমদ লিটন, সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মো. মোক্তাদির হোসাইন, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সভাপতি ফারহানা বেগম হেনা, রেলওয়ে শ্রমিকলীগ কুলাউড়া শাখার সভাপতি মো. নজমুল হক, বিশিষ্ট সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী, বিদ্যালয়ের উন্নয়ন কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটুয়ারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুতিষ্য চন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন- বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান চৌধুরী, গেদু মিয়া চৌধুরী, রেল শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক, জাসদ ছাত্রলীগ কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক রবিউল আউয়াল মিন্টু, সাংবাদিক এইচ ডি রুবেল, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মো. সামসুদ্দিন বাবু, শিক্ষক হেলাল আহমদ,ব্যবসায়ী আব্দুল মুকিত হারুন, সংলাপের রিপোর্টার হাবিবুর রহমান সুজন, সংগঠক কামরান আহমদ, তাদরুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৯৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930