শিরোনামঃ-

» জকিগঞ্জ গঙ্গাজল জামেয়া ইসলামিয়া চাপঘাট চারিগ্রাম ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০২০ | বুধবার

মুসলিম বিশ্বে ঐক্যবদ্ধ এখন সময়ের দাবি : শায়খুল হাদীস আল­ামা বিলাল বাওয়া

জকিগঞ্জ প্রতিনিধিঃ

জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল জামেয়া ইসলামিয়া চাপঘাট চারিগ্রাম ও এতিমখানার ৩৭তম দিবারাত্রী বার্ষিক ওয়াজ মাহফিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়ে আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় সম্পন্ন হয়।

ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দারুল উলূম বেরী ইংল্যান্ডের শায়খুল হাদীস আল­ামা বিলাল বাওয়া বলেন, মুসলিম বিশ্বে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুবা বিধর্মীরা মাথাছাড়া দিয়ে উঠবে। মুসলমানদের পদে পদে নির্যাতন, অবমুল্যায়ন করবে।

আল­াহর দেখানো পথে মুসলমানদের চলতে হবে। নাহলে মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি হবে। মুসলমানরা যাতে ঐক্যবদ্ধ থাকতে না পারে সে জন্য ইসলামের জাত শত্রুরা গড়ে তোলে মুনাফিক শ্রেণী যাতে ইসলামের ওপর আঘাত হানা যায় ভেতর থেকেই।

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা)’র ওফাতের পর এরা দিনকে দিন শক্তিশালী হতে থাকে। এদের হাতে নির্যাতিত হন হযরত আলী (আ) সহ বিশ্বনবীর (সা) পবিত্র আহলে বাইত ও খাঁটি মুসলমানরা। রাজতন্ত্রকে দেয়া হয় বৈধতা এবং ইয়াজিদের মত কুলাঙ্গার আমিরুল মু’মিনিন হওয়ার দাবিদার হয়। বিলুপ্ত-প্রায় ইসলামকে রক্ষার জন্য এগিয়ে আসেন বিশ্বনবীর নাতি হযরত ইমাম হুসাইন (আ)। কিন্তু তাঁর শাহাদত ও কারবালা বিপ্লবের পরও ঐক্যবদ্ধ হতে পারেনি মুসলমানরা।

তিনি বলেন, শয়তান দুর্বল ঈমানদার ও মুনাফিকদের দিয়ে মুসলমানদের মধ্যে নেতৃত্বের বিরোধ ছাড়াও চিন্তাগত নানা বিভেদ সৃষ্টি করতে সক্ষম হয়। গড়ে ওঠে চরমপন্থী নানা গোষ্ঠী। এমনই এক মুসলিম গোষ্ঠী মনে করত মানুষ পুরোপুরি স্বাধীন। আল্লাহর কোনো নিয়ন্ত্রণই নেই। এরা ঝুঁকে পড়ে নাস্তিক্যবাদের দিকে। আবার আরেক দল মনে করত মানুষ যা করে সব আল্লাহরই নির্ধারিত। অর্থাৎ মানুষ পুতুলের মতই পুরোপুরি পরাধীন। ফলে ধর্মের নামে সব অপকর্মকে জায়েজ করার পথ খুলে যায়। মুসলিম বিশ্বে ঐক্যবদ্ধ এখন সময়ের দাবি। সবাইকে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পতাকার বিজয় করতে হবে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা শায়েখ আব্দুল আজিজ সিদ্দিকীর সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকীর পরিচালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত মাওলানা আব্দুল খালিক বাহুবলী, হযরত মাওলানা আনোয়ারা শাহ বিবাড়িয়া, লামারগ্রাম মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আবুল হাসান, শাহবাগ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ক্বারী আব্দুল আজিজ লন্ডন, হযরত মাওলানা আব্দুল কাইয়ূম কামালী ওল্ডহাম ইংল্যান্ড, জামেয়া মাদানীয়া আঙ্গুরা মুহাম্মদপুরের মুহাদ্দিস হযরত মাওলানা বিলাল আহমদ ইমরান, হযরত মাওলানা মুফতি মঞ্জুর রশিদ আমিনী কাতিয়া, দারুল হুদা মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, ওল্ডহাম ইংল্যান্ডের আল-খাজরা জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা সাদিকুর রহমান, ইউরোপ জমিয়তের অর্থ সম্পাদক হযরত মাওলানা জসিম উদ্দিন, মুন্সীবাজার মাদ্রাসা জকিগঞ্জের মুহতামিম শায়খুল হাদীস আল­ামা মুকদ্দস আলী, অত্র মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা মুহসিন আহমদ রব্বানী, হযরত মাওলানা শেখ হারুনুর রশীদ ছাহেবজাদায়ে মুহাম্মদপুরী।

বিশেষ আকর্ষণ ছিলেন হযরত মাওলানা মুতাছিম বিল­াহ সেলিম নবীগঞ্জী। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930