শিরোনামঃ-

» সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২০ সনের ৫ কোটি টাকার বাজেট পাশ

প্রকাশিত: ২০. ফেব্রুয়ারি. ২০২০ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ২টার সময় সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে সমিতির বার্ষিক বাজেট সাধারণ সভা/২০২০ অনুষ্ঠিত হয়।

সমিতির সম্মানীত সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন এর সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদকদ্বয় এডভোকেট মো. হুমায়ুন রশীদ (সোয়েব) ও এডভোকেট মাসুদুর রহমান খান (মুন্না) এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বাজেট সাধারণ সভার প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য এডভোকেট মো. আব্দুর রহমান চৌধুরী এবং পবিত্র গীতা পাঠ করেন এডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী।

সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. ফজলুল হক সেলিম বাজেট সাধারণ সভার শুরুতে সমিতির ২০২০ সনের ৫ কোটি ২১ লক্ষ ৬৪ হাজার ৯ শত ১৬ টাকার বাজেট উপস্থাপন করেন।

উক্ত বাজেট সাধারণ সভায় উপস্থিত ছিলেন- সমিতির সহ-সভাপতি-১ এডভোকেট আব্দুল হাই কাইয়ুম ও সহ-সভাপতি-২ এডভোকেট মো. মখলিছুর রহমান, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মোমিনুল ইসলাম মোমিন, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আজমল হোসেন, লাইব্রেরী সম্পাদক এডভোকেট মো. তানভীর আখতার খান, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ এমদাদুল হক, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মো. লিয়াকত আলী, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট শ্রী জয়জিত আচার্য্য, সহ-সম্পাদক এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, সহ-সম্পাদক এডভোকেট রেদওয়ানুল ইসলাম, সহ-সম্পাদক এডভোকেট আবু ফাহাদ।

কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুল গফফার, এডভোকেট মো. আজিজুর রহমান, এডভোকেট মো. রাজ উদ্দিন, এডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), এডভোকেট মো. আব্দুল ওদুদ, এডভোকেট দীনা ইয়াছমীন, এডভোকেট মো. আব্দুল মান্নান চৌধুরী, এডভোকেট এ এস এম আব্দুল গফুর, এডভোকেট জসীম উদ্দিন আহমদ, এডভোকেট মো. ওবায়দুর রহমান ও এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য এবং সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, বিজ্ঞ সিনিয়র এডভোকেটসহ আটশতাধিক আইনজীবী সভায় উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক উপস্থাপিত বাজেট সম্পর্কে গঠনমূলক আলোচনার জন্য সভায় উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দকে আহŸান জানালে আলোচনায় অংশ গ্রহণ করেন সমিতির বিজ্ঞ সদস্য যথাক্রমে সর্বজনাব সাবেক সভাপতি এডভোকেট এ কে এম শমিউল আলম, এডভোকেট মোহাম্মদ লালা, সাবেক সধারণ সম্পাদক এডভোকেট কাজী আশরাফ উদ্দিন (ছাদ), এডভোকেট শাহ আশরাফুল ইসলাম (আশরাফ), এডভোকেট হোসেন আহমদ, এডভোকেট মো. আব্দুল কুদ্দুছ, এডভোকেট মো. আখতার হোসেন খান, এডভোকেট নোমান মাহমুদ, এডভোকেট মো. জহুরুল ইসলাম, এডভোকেট মো. আলীম উদ্দিন, এডভোকেট মো. কামাল হোসেইন, এডভোকেট মো. আব্দুল মালিক, এডভোকেট মো. আনোয়ার হোসেন, এডভোকেট মো. বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট মো. আকমল হোসেন খান ও এডভোকেট জোহরা জেসমিন প্রমুখ।

সমিতির সভাপতি এডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিন বাজেটের উপর সমাপনী বক্তব্য প্রদানকালে সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক সর্বমোট ৫ কোটি ২১ লক্ষ ৬৪ হাজার ৯ শত ১৬ টাকা আয়, ৫,২০,৬৪,৬৮৭/- (৫ কোটি ২0 লক্ষ ৬৪ হাজার ৬ শত ৮৭ টাকা ব্যয় এবং ১ লক্ষ ২ শত ২৯ টাকা উদ্বৃত্ত সম্বলিত বাজেট অনুমোদনের জন্যে প্রস্তাব করলে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে হাত তালির মাধ্যমে প্রস্তাবিত বাজেট অনুমোদিত ও গৃহীত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৯১৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930