শিরোনামঃ-

» সিলেটে আইডিয়া’র প্রকল্প অবহিতকরণ সভা

প্রকাশিত: ১০. মার্চ. ২০২০ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ
সিলেটে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়া’র নতুন প্রকল্পের দ্বিতীয় কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) নগরের মিরাবাজারের একটি হোটেলের কনফারেন্সকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ‘আইডিয়া একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা।

সিলেট বিভাগের সকল জেলাসহ দেশব্যাপী আইডিয়া শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জীবিকায়ন ও সুশাসন বিষয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তাবায়ন করে আসছে। সম্প্রতি ইউএসএআইডি ও দ্যা কাটার সেন্টার বাংলাদেশ এর সহযোগিতায় ‘আইডিয়া এডভান্সিং উইমেন রাইট অব একসেস টু ইনফরমেশন ইন বাংলাদেশ’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে।’

এ প্রকল্পের আওতায় তথ্য অধিকার আইন বিষয়ে সরকারি, অসরকারি সার্ভিস প্রদানকারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে সিলেট জেলার ০৫টি উপজেলা ও ১০টি ইউনিয়ন এবং ৭০টি ওয়ার্ডে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।’

আইডিয়া’র প্রেসিডেন্ট ড. আবুল ফতেহ ফাত্তাহ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) মো. আবুল কালাম।

বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি, মহিলা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার এবং বিআরডিবি সিলেটের উপ-পরিচালক মো. শহিদ উল্লাহ।

সভাপতির বক্তব্যে ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, ‘নারীদের স্বীকৃতি মুখে মুখে না দিয়ে কাজের দিক দিয়ে স্বীকৃতি প্রদান করতে হবে। পুরুষতান্ত্রিক মনোভাব পরিহার করতে হবে। প্রথমে মন থেকে বাধা এবং তার সামাজিক অবস্থা থেকে বাধা দূর করতে হবে।’

সরকারের জেলা উপজেলা এবং ১০টি ইউনিয়ন চেয়ারম্যান এর প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ ও নারী প্রতিনিধি তাদের নিজ নিজ প্রেক্ষাপট থেকে মুক্ত আলোচনা অংশগ্রহণ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30