শিরোনামঃ-

» বাংলাদেশে করোনা রোগীদের জন্য ৫ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি করবে বসুন্ধরা গ্রুপ

প্রকাশিত: ০২. এপ্রিল. ২০২০ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে সহায়তার অংশ হিসেবে ৫ হাজার শয্যার হাসপাতাল তৈরি করবে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের এ সংক্রান্ত একটি লিখিত প্রস্তাব দেওয়া হয়।

এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবটি তুলে ধরেন।

এতে রাজধানীর কুড়িলে বসুন্ধরার ৪টি কনভেনশন সিটি ও ১টি ট্রেড সেন্টারকে হাসপাতালে রূপান্তরের কথা বলা হয়।

প্রধানমন্ত্রী প্রস্তাবটি গ্রহণ করেছেন বলে তার কার্যালয় সূত্রে জানা গেছে।এ প্রসঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, ‘আমাদের বসুন্ধরা কনভেনশন সিটি যেটা আছে, সেটাকে আমরা অস্থায়ী হাসপাতাল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছি। উনারা প্রস্তাবটি গ্রহণ করেছেন।

এতে আমরা খুশি। আমরা চাই ওনারা জরুরিভাবে কাজটা শুরু করে দিক। বাংলাদেশে একটা খুব দুঃসময় যাচ্ছে।

১৯৭১ সালের পরে এরকম সিচুয়েশন কিন্তু ফেস করা হয়নি। এটা ন্যাশনাল ক্রাইসিসে বসুন্ধরা গ্রুপ হিসেবে আমরা এগিয়ে এসেছি।

কারণটা হলো দেশের এখন দরকার এটা।মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে এটা আমরা দিতে চেয়েছি। এটা আপনারা ব্যবহার করুন। ’

‘স্পেসের জন্য যে বিদ্যুৎ, পানি, টয়লেট জরুরি; ফায়ার ফাইটিং তারপরে সেন্ট্রাল এয়ারন্ডিশনিং সব সুবিধায় আছে। এটাকে আইসিইউ করা সম্ভব।

এয়ার লিফট করা সম্ভব। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যদি এয়ার লিফট করে কাউকে আনতে হয়, তাহলে সেখানে হেলিকপ্টার নামার ব্যবস্থা আছে। লাগবে ডক্টর আর বেডগুলো, আর ইউনিটগুলো দরকার।

যেগুলো সরকারের অলরেডি আছে। প্রয়োজনে ৭ থেকে ১০ দিনের মধ্যে একটা করা যাবে। আমাদের স্পেস অনুযায়ী আমরা ৫ হাজার বেড কাউন্ট করেছি। যদিও মাসের পর মাস থাকবে না লোকজন। ট্রিটমেন্ট হবে, তারা চলে যাবেন।

ব্যাচ বাই ব্যাচ আসবেন। কিন্তু আমরা চাই না, আল্লাহ না করুক; দেশের যেন এই অবস্থা না হয়। ’

প্রসঙ্গত, এর আগে সায়েম সোবহান আনভীর প্রধানমন্ত্রীর করোনা মোকাবেলার তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

এছাড়া বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে মঙ্গলবার (১ এপ্রিল) রাজধানীর ২ হাজার নিম্নবিত্ত পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930